অনেক আবেগ-স্মৃতি জড়িয়ে আছে :ববিতা
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ২:২১ পিএম | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদককিংবদন্তী শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। গতকাল না ফেরার দেশে পাড়ি জমান তিনি। এই কিংবদন্তীর মৃত্যুতে দারুণ ভেঙে পড়েন বাংলাদেশের অভিনেত্রী ববিতা। এই বরেণ্য অভিনেতার সঙ্গে ববিতার অনেক আবেগ-স্মৃতি জড়িয়ে আছে বলে জানান। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করেছেন তারা দুজন। বেশ ভারাক্রান্ত মনে ববিতা ভোরের পাতাকে বলেন, মনটা খুব খারাপ। সৌমিত্রদার অসুস্থতার খবর শোনার পর থেকে খুব চিন্তা হচ্ছিল। অবশেষে আমাদের ছেড়ে তিনি চলে গেলেন। তবে আমি বলবো, বড় শিল্পীদের কখনো মৃত্যু হয় না। তিনি আজীবন বেঁচে থাকবেন তার সৃষ্ট কর্মের মধ্য দিয়ে। একটি মাত্র ছবিতে আমার সুযোগ হয়েছে তার সঙ্গে কাজ করার। আজো সেই দিনগুলোর কথা আমার স্পষ্ট মনে আছে। তখন ঢাকায় আমার দুটি ছবি মুক্তি পায়। বয়সও আমার অনেক কম ছিলো। ১৫/১৬ বছর বয়সে আমি তার সঙ্গে অভিনয় করি। প্রথম দিন অনেক ভয়ে ছিলাম। আমার এটি বুঝতে পেরে তিনি খুব সহজে আমাকে আপন করে নেন। এরপর সব সময় মনে হতো আমি তার পরিবারের কেউ একজন। অভিনয়ের কত কিছু তিনি আমাকে শেখালেন। এমনো হতো আমি যখন শট দিতাম তখন তিনি ক্যামেরায় চোখ রাখতেন। আমার কোনো ভুল হলে শোধরে দিতেন। এটি আমার জন্য অনেক বড় পাওয়া মনে করি। এই কিংবদন্তীর সঙ্গে আমার সর্বশেষ দেখা হয়েছে প্রায় চার বছর আগে কলকাতায়। তবে প্রায় সময় কথা হতো ফোনে। আমি তার খবর নিতাম। তিনিও আমার খবর নিতেন। উনার আত্মার শান্তি কামনা করছি।