বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকে ডাকাতি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ২:২১ পিএম | প্রিন্ট সংস্করণ

অস্ত্র উঁচিয়ে সবাইকে জিম্মি করে ৩ ডাকাত লুট করেছে ৯ লাখ টাকা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
দিন দুপুরে অস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে ব্যাংক লুটের ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গায়। গতকাল রোববার জেলার জীবননগরে উথলি সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রায় ৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী। তিনি বলেন, ‘দুপুর ১টার দিকে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারি কাজে ব্যস্ত ছিলো। ওই সময় তিনজন ব্যক্তি হেলমেট পরা অবস্থায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে নিরাপত্তা রক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি করে গেট বন্ধ করে দেয়। ব্যাংকে উপস্থিত সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা ব্যাংকের একটি কক্ষে সবাইকে আটকে রেখে ব্যাংকের ক্যাশ কাউন্টারে থাকা ৮ লাখ ৯৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এর আগে ২০১৫ সালের ২১ এপ্রিল ঢাকা আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় ডাকাত সদস্যদের তান্ডব ও পরে এলাকাবাসীর গণপিটুনিতে ১ ডাকাত সদস্যসহ গুলিতে মোট আটজন নিহত হন।
গতকালের ডাকাতির ঘটনা বর্ণনা দিতে গিয়ে সোনালী ব্যাংকের উথলি শাখার গার্ড আনসার সদস্য জাফর জানান, ব্যাংকের প্রধান ফটকে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রথমে হেলমেট পরা এক ব্যক্তি ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। আমি তাকে হেলমেট খুলতে বললে সিড়ির নিচে দাঁড়িয়ে থাকা আরো ২ জন হেলমেট পরিহিত ব্যক্তি দৌড়ে উপরে উঠে ব্যাংকে ঢুকে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে। দ্রুত তারা প্রধান দরজা আটকে কয়েক মিনিটের মধ্যে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুট করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী রাসেল হোসেন মুন্না বলেন, ব্যাংকের টাকা লুট করে তিনজন ব্যক্তি। মাথায় হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের পিছনে আমরা ধাওয়া করি। কিন্তু তারা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদেরকে গুলি করার হুমকি দিলে আমরা ভয়ে আর এগুতে পারিনি। তারা জীবননগর উপজেলার ডুমুরিয়া নামক স্থানের রাস্তা দিয়ে আন্দুলবাড়ীয়ার দিকে চলে যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘সোনালী ব্যাংক উথলি শাখা লুট করার খবর পেয়েছি। আমরা ডাকাতদের আটক করার চেষ্টা চালাচ্ছি।’ এলাকাবাসী জানায়, ব্যাংকের ভেতরে এক গ্রাহক চিৎকার শুরু করলে বাজারের লোকজন ব্যাংকের সামনে জড়ো হয়। ডাকাত দল পিস্তলের ভয় দেখায়। অস্ত্রধারী ৩ জন দ্রুত মোটরসাইকেল করে পালিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা মাত্র ৫ মিনিটের মধ্যে টাকা লুট করে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে জেলার সব প্রবেশদারে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ডাকাত দলকে গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।’
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, ডিজিটাল বাংলাদেশে রাষ্ট্রয়াত্ব ব্যাংকে সিসি ক্যামেরা না থাকা দুর্ভাগ্যজনক। জেলা পুলিশের সব সংস্থার সদস্যরা ডাকাতদের আটক করতে জোরদার অভিযান চালাচ্ছে।’
সাম্প্রতিককালের আলোচিত ব্যাংক ডাকাতি :গত ২০১৫ সালের ২১ এপ্রিল বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। ঢাকা আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় দুর্র্ধষ ব্যাংক ডাকাতির ঘটনায় নিহত হন ৮ জন।  প্রথমে ডাকাত সদস্যদের তান্ডব ও পরে এলাকাবাসীর গণপিটুনিতে ১ ডাকাত সদস্য নিহত হন। নিহত বাকি সাতজন ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে মারা যান। সেদিনের ভয়াবহ স্মৃতি এখনও বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীকে তাড়া করে ফেরে। দুপুরের খাবার শেষ করে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকরা লেনদেন শুরু করেছেন মাত্র, এমন সময় গ্রাহকের বেশে ব্যাংকের ভেতর ডাকাতদলের তিন সদস্য প্রবেশ করেন। বাইরে মূল ফটকের সামনে আরও তিন ডাকাত পাহারায় নিযুক্ত থাকে। ডাকাতরা ভেতরে প্রবেশের পর কিছু বুঝে ওঠার আগেই চাপাতির আঘাতে গুরুতর আহত হন ব্যাংকের নিরাপত্তা কর্মী বদরুল ইসলাম।ডাকাত দলের বাকি সদস্যরা তখন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওয়ালিউল্লার কক্ষে প্রবেশ করে টেবিলের ওপর একটি বোমা রেখে ভল্টের চাবি কোথায় জানতে চান। ব্যাংক কর্মকর্তা ওয়ালিউল্লাহ ভল্টের চাবি দিতে অপারগতা প্রকাশ করলে ডাকাত সদস্যরা তাকেও এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে ক্যাশে থাকা নগদ টাকা লুট করে নেন।এক পর্যায়ে স্থানীয়রা একটি মসজিদে মাইকিং করে ডাকাত প্রতিহত করার ঘোষণা দিলে ডাকাত সদস্যরা জীবন বাঁচাতে ব্যাংকের ভেতর ও বাইরে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যেতে থাকে। ডাকাতদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওয়ালিউল্লাহ, নিরাপত্তা কর্মী বদরুল ইসলাম, ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী পলাশ, ব্যংকের নিচে অবস্থিত ওয়ার্কসপ মালিক জিল্লুর রহমান নিহত হন। পালানোর সময় তিন ডাকাত সদস্যকে আটকে স্থানীয় জনতা গণপিটুনি দিলে অজ্ঞাত পরিচয়ের এক ডাকাত সদস্য মারা যান। ডাকাত সদস্যদের হামলায় গুরুতর আহত কাঠগড়া বাজারের একটি দর্জি দোকানের কর্মচারী জমির উদ্দিন, স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ ও আইয়ূব আলী সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]