প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ১:৩৫ পিএম | প্রিন্ট সংস্করণ
গতকাল বেলা ১২টা ১৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মৃত্যুতে পুরো ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ওপার বাংলার মতো এপার বাংলায়ও শোকে স্তব্ধ তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই লিখেছেন তাকে ঘিরে। বরেণ্য এই অভিনেতার সঙ্গে কাজের স্মৃতিচারণ করে চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, সৌমিত্রদা একটা ইতিহাস ভারতবর্ষের অভিনয়ের একটা ডিকশনারি। আমার সৌভাগ্য হয়েছিল কলকাতার লোকাল প্রোডাকশনের দুইটা ছবি করার। কো-আর্টিস্ট হিসাবে দাদাকে পেয়েছিলাম, উনাকে দেখার পর আমি তাকিয়ে থাকতাম। আমাকে বলতো, কিরে কি দেখছিস। আমি বলতাম, দাদা তোমাকে দেখি। আমার এত বড় সৌভাগ্য হলো তোমার সঙ্গে অভিনয় করার আমার জীবন সার্থক। সচরাচর প্রম্পটিং শুনে আমরা অভিনয় করি। উনি আমাকে ডাকলেন বললেন, কিরে তোর মাথায় কিছু নেই রে শুধু গোবর। আমি লজ্জায় মাথা নত করতাম, অভিনয় করার সময় শুধু পানি খেতাম। আমাকে বলতো কিরে এত পানি খাচ্ছিস কেন? কোনো সমস্যা। আমি বলতাম, না দাদা তোমাকে দেখে আমার গলা শুকিয়ে যায়। অট্টহাসি দিত এবং আদর করত, অনেক বছর গ্যাপ। খুব ইচ্ছে ছিল কলকাতায়ে গিয়ে দাদার আশীর্বাদ নিয়ে আসব, আর হলো না। দাদা তোমার প্রতি আমার শ্রদ্ধা পুরো বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা।