মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সোমিত্র ছিলেন বিশাল একটা বট গাছের মতো:সৃজিত
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ১:৩৫ পিএম | প্রিন্ট সংস্করণ

তাকে নিয়ে আলাদা করে কী বলব! উনি একজন ইনস্টিটিউশন। বিশাল একটা বট গাছের মতো। যার প্রত্যেক শাখা থেকে ঝরে পরছে শিক্ষা, মেধা এবং অকল্পনীয় ঐতিহ্য। সেই ঐতিহ্যের হাত ধরে আমাদের শিক্ষা। তার সঙ্গে আমি একটাই ছবি করেছি হেমলক সোসাইটি। ওইটুকু সময়ের মধ্যেও যতটা শেখা যায় ততটা শেখার চেষ্টা করেছি। তাকে নিয়ে বলার মতো আমার সত্যিই কোনও যোগ্যতা নেই। ‘অপুর সংসার’, ‘চারুলতা’, ‘বাক্সবদল’, ‘অপরিচিত’, ‘তিনভুবনের পারে’ চলচ্চিত্রগুলো আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে।সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় যেন জীবনকে চিনিয়ে দেয়
অনেকেই বলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় যেন জীবনকে চিনিয়ে দেয়। আসলে বৈশিষ্ট্যের বলে একজন অভিনেতা অসামান্য হয়ে ওঠেন। প্রখর বোধবুদ্ধি, একাগ্রতা, ছবির ওপর দখল, সেসব প্রভূত পরিমাণে ছিল তার মধ্যে। তার আরও একটা বিশেষত্ব ছিল, যেটা তার কাজে আরও গভীরতা এনে দিয়েছে ও পরিণত করেছে, এটা ওর অসাধারণ জীবন দর্শন। ক্যারিয়ারের যদি একটা একটা করে ছবি বেছে নিই তাহলে হয়তো তার ক্যরিয়ারের কিছুটা ধারা বোঝা যাবে। পঞ্চাশের দশকের শেষে তার প্রথম ছবি অপুর সংসার। এত সহজ, এত স্বতঃস্ফূর্ত অভিনয়শৈলী ছিল তার, যে ধরনটা আন্তর্জাতিক স্তরে আলাদা পরিচিতি গড়ে নেয়। অথচ সেটি ছিল তার প্রথম ছবি। এরপর ‘চারুলতা’, যে ছবিটি করার পর সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের হাতের লেখাটাই বদলে ফেলেছিলেন। এরপর যদি ‘অশনি সংকেত’ গঙ্গাচরণ নিয়ে আলোচনা করি, তাহলে বলতে হয় বেশ জোরাল একটা চ্যালেঞ্জ। সময়ের একটা তুমুল ঘাত-প্রতিঘাত, টানাপড়েন। অন্য দিকে এই চরিত্রের মধ্যে রয়েছে নানা স্তর, অন্তর্দ্বন্ধ। এই ছবিতে গ্রামবাংলার ভাবভঙ্গি চলাফেরা যা চেনা ছকের বাইরে।  
অনেক স্মৃতি ভিড় করে আসছে:ঋতুপর্ণা
যখন খুব কাছের মানুষ চলে যায়, মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়, ঠিক কী করবে, বলবে বুঝতে পারে না। আমারও অবস্থা ঠিক তেমনই। কী বলব বুঝতে পারছি না। মনটা অনেকদিন ধরেই খারাপ ছিল। উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। যখনই উনি অসুস্থ হয়েছেন, আমি প্রার্থনা করেছি, যাতে উনি দ্রুত সুস্থ হয়ে যান। এই লম্বা জীবনের পরিসরে উনি অনেকবারই অসুস্থ হয়েছেন, তবে আমাদের সকলকে হাসিয়ে ফিরে এসেছেন। আমাদের নিরাশ করেননি। তবে আজকে (গতকাল) নিরাশ হলাম (গলা ধরে এল)। ২৫-২৬ বছর আগে যখন অভিনয় করে এসেছিলাম, তখন থেকেই সৌমিত্র কাকুর ভালোবাসা পেয়েছি। এত ভালোবাসা, আবেগ, শিক্ষা আর কারোর কাছে পেয়েছি কিনা জানি না। আমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত দেখেছি ওনাকে। পরিচালক শিশির মজুমদারের শেষ চিঠি বলে একটা ছবিতে তনুজা আন্টি আর সৌমিত্র ককুর সঙ্গে কাজ করেছিলাম, প্রথমদিকে ভয়ে ভয়ে থাকতাম। সেটা অনেকবছর আগে। তখন উনি অনেক ইয়ং। পরবর্তীকালে কাকুর সঙ্গে যখন আরও কাজ করেছি, বলেছিলাম, এত হ্যান্ডসাম ম্যান কম দেখেছি। রঙিন শার্ট পরতেন। আমি মজা করে জিজ্ঞাসা করতাম, এইটা তোমায় কোন গার্লফ্রেন্ড দিয়েছে? উনিও মজা করে বলতেন এটা জার্মানি থেকে আমায় পাঠিয়েছে। কত গল্প বলতেন, কবিতা বলতেন। কিছুদিন আগে বসু পরিবার ছবির শুটিং করছিলাম। অপর্ণা সেন ও সৌমিত্র কাকুর কথা শুনছিলাম, কেউ জীবনানন্দ বলছে, তো কেউ রবীন্দ্রনাথ পাঠ করছেন। কী অসাধারণ! অদ্ভুত সময় কেটেছে। অনেক স্মৃতি ভিড় করে আসছে, আর কত বলব। এত স্মৃতি না, আরোহন করেছি, পারমিতার একদিন, বেলাশেষের মত ছবি করেছি। তারপর বসু পরিবার। বেলাশুরু ছবিটাও মুক্তি পাবে। আন্তর্জাতিক মাপের অভিনেতা। নক্ষত্রপতন তো বটেই...। আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরেও অনেক স্বীকৃতি পেয়েছেন। তবে বাংলা ভাষা, কবিতা, ছবিতে এতভালো বাসতেন, সেগুলোকে আঁকড়ে ছিলেন। বাংলা ভাষাকে কোথায় পৌঁছে দেওয়া যায়, উনি কবিতা, লেখা, অভিনয় সবকিছু দিয়েই দেখিয়ে দিয়েছেন। ওনার মধ্যে একটা ভালো মানুষ ছিল। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন, তখন ওনার আন্তরিক আশীর্বাদ অনুভব করতে পারতাম। যেখানে থেকো ভালো থেকো, এটাই বলব।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]