ভারতীয় মাছে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ১:৩৩ পিএম | প্রিন্ট সংস্করণ
ভারত থেকে আমদানিকৃত মাছের নমুনায় করোনাভাইরাস মিলেছে। এমনই দাবি তুলে সাময়িক ভাবে মাছ আমদানি বন্ধ করে দিল চীন।ভারত থেকে প্রচুর মাছ আমদানি করে চীন। সে দেশের আবগারি দফতর সূত্রে খবর, ভারতের একটি সংস্থার পাঠানো সামুদ্রিক মাছের নমুনা সংগ্রহ করা হয়। তখনই বিষয়টি সামনে আসে। আপাতত এক সপ্তাহের জন্য ওই সংস্থা থেকে মাছ আমদানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চীন।শুধু ভারতই নয়, ইন্দোনেশিয়ার-ও একটি সংস্থার আমদানি করা মাছে করোনাভাইরাস মেলার অভিযোগ উঠেছে। এক সপ্তাহের জন্য ওই সংস্থার মাছও নেওয়া হবে না বলে এক বিবৃতি জারি করে চীন। করোনার বিরুদ্ধে এখনও লড়াই চালাচ্ছে চীন। যদিও কোভিড ১৯-কে তারা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। সে দেশের উহানেই প্রথম করোনার সংক্রমণ ছড়িয়েছিল। তার পর সেখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা। কোথা থেকে এই ভাইরাস এল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। যদিও সংক্রমণ ছড়ানোর শুরুতে দাবি করা হয়েছিল সামুদ্রিক কোনও জীব থেকেই এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। কিন্তু সে তথ্য এখনও প্রমাণিত হয়নি। আবার এমনও দাবি করা হয়েছিল, উহানের বায়োলজিক্যাল ল্যাব থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। তা নিয়েও নানা তর্ক-বিতর্ক চলছে।