শিরোনাম: |
বহু বছর ধরেই দুস্থ শিশুদের পাশে দাঁড়িয়েছে তার চ্যারিটি সংস্থা। এবার দরিদ্র শিশুদের চিকিৎসার সাহায্যে হাত বাড়ালেন ক্রিকেটঈশ্বর শচীন টেন্ডুলকার। অসমের একটি চ্যারিটি হাসপাতালে মেডিকেল সরঞ্জাম দান করলেন লিটল মাস্টার। এই হাসপাতালে ২০০০ দরিদ্র শিশু চিকিৎসা পাবে। কিংবদন্তি এই ক্রিকেটার ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর। অসমের করিমগঞ্জ জেলার মাকুন্দা মেডিকেল সরঞ্জাম হিসেবে পেডিয়েটিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (চওঈট) এবং নেওনাতাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (ঘওঈট) দান করলেন শচীন। টেন্ডুলকার ফাউন্ডেশন মধ্যপ্রদেশে তফসিলি সম্প্রদায়ের জন্য পুষ্টিকর খাবার এবং নর্থ-ইস্টে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার দরিদ্র শিশুদের চিকিৎসার জন্য সাহায্যে এগিয়ে এলেন ক্রিকেটঈশ্বর। মাকুন্দা হাসপাতালের পেডিয়েটিক সার্জেন ডক্টর বিজয় আনন্দ ইসামেইল কিংবদন্তি ব্যাটসম্যান শচীনকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ শচীন টেন্ডুলকার ফাউন্ডেশন আমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এতে এলাকার প্রচুর দরিদ্র শিশুর উপকার হবে। ’সম্প্রতি শেষ হযেছে আইপিএল। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ত্রযোদশ সংস্করণে ধারাভাষ্যকার হিসেবে ভারতে ছিলেন ব্রায়ান চার্লস লারা। আইপিএল শেষে বাইশ গজে তার দীর্ঘদিনের বন্ধু শচীনের সঙ্গে গলফ কোর্সে লড়াইয়ে নামেন। বাইশ গজের মতোই গলফ কোর্সে দু’জনে লড়াই উপভোগ করেন লারা ও শচীন। গলফ কোর্সেও একে অপরকে ছাপিয়ে দেওয়ার হাতছানি ছিল এই বন্ধুর মধ্যে।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |