শিরোনাম: |
দারুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ওডিআই দলের কাপ্টেন তামিম ইকবাল। দারুণ কয়েকটি শট খেলে বড় কিছুকরার সম্ভাবনা জাগালেন। কিন্তু ব্যর্থ হলেন ইনিংস টেনে নিতে পারলেন না । মোহাম্মদ হাফিজের চমৎকার ইনিংসে পিএসএলে টিকে থাকল তার দল লাহোর কালান্দার্স।করাচির জাতীয় স্টেডিয়ামে গত শনিবার এলিমিনেটর ম্যাচে পেশাওয়ার জালমিকে ৫ উইকেটে হারায় লাহোর। ১৭১ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে এক ওভার বাকি থাকতে।বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ১০ বলে ২ চার ও এক ছক্কায় করেন ১৮ রান।রান তাড়ায় শুরুতে দারুণ আত্মবিশ্বাসী কিছু শট খেলেন তামিম। মুখোমুখি হওয়া তৃতীয় বলে পেসার রাহাত আলিকে চার মারেন মিড অন ও মিড উইকেটের মাঝ দিয়ে। এক বল পর মিড অনের ওপর দিয়ে বল সীমানা ছাড়া করেন আবার।পরের ওভারে ইংলিশ পেসার সাকিব মাহমুদকে তিনি ছক্কায় ওড়ান স্কয়ার লেগের ওপর দিয়ে। এর এক বল পরই আউট হয়ে যান। বুক উচ্চতার শর্ট বল পুল করতে গিয়ে তুলে দেন আকাশে। ক্যাচ নেন কিপিং করা ইমাম-উল-হক। এই ওভারেই দুই ওপেনারকে হারায় লাহোর।
একটা পর্যায়ে ৩৩ রানে ৩ উইকেট হারানো দলকে টানেন হাফিজ। শেষ তিন ওভারে তাদের দরকার ছিল ৩৬ রান। মাহমুদের করা ১৮তম ওভারে হাফিজ তোলেন ১৬ রান। পরের ওভারে ওয়াহাব রিয়াজের শেষ দুই বল ছক্কায় উড়িয়ে জয় নিশ্চিত করেন ডেভিড ভিসা। ৯ চার ও ২ ছক্কায় সাজানো ছিল হাফিজের ৭৪ রানের ইনিংস।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |