বাংলাদেশ দলে করোনার হানা,কোচ জেমি করোনা পজেটিভ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ১:২৭ পিএম | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ফুটবল দলে করোনা হানা দিয়েছে। দলের প্রধান কোচ জেমিডের শরীরে তার অস্তিত্ব মেলায় তিনি এখন আইসোলেশনে। ফলে গতকাল রোবাবার বাংলাদেশ দল তাকে ছাড়াই অনুশীলনে নামে। এসময় খোলোয়াড়দের সঙ্গে সহকারী ওয়াটকিসকে দেখা গেছে। গতকাল সকালে হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন। কিন্তু হেড কোচ জেমি ডে করোনা পজিটিভ হওয়ায় সকালের নির্ধারিত অনুশীলনটি পরে বাতিল হয়। তাই বলে তো আর বসে থাকা যাবে না। আগামীকাল মঙ্গলবার নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। তাই গতকাল বিকাল ৩ টায় ডে কে ছাড়াই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামে জামাল ভূঁইয়ারা। গত শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে জেতার পর মাঝখানে একদিন বিশ্রাম পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে তাই গতকাল প্রথম মাঠের অনুশীলনে নামে স্বাগতিকরা। দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ডে না থাকায় আপাতত দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের অধীনেই অনুশীলন কওে বাংলাদেশ দল। এদিকে ডে করোনায় আক্রান্ত হওয়ায় নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে বড় এক ধাক্কা খেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত শনিবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন ডে। গতকাল তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান।‘কাল(শনিবার) তার পরীক্ষা করা হয়েছিল। আজ(রোববার) সকালে রিপোর্ট এসেছে কোভিড-১৯ পজিটিভ। কোচকে আইসোলেশনে রাখা হয়েছে। এখন যে পরিস্থিতি, যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হতেই পারে। তবে আমরা চেষ্টা করছি তাকে আরেকবার পরীক্ষা করাতে।’দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে দুই দলের খেলোয়াড়দেরও পরীক্ষা করা হয়েছিল। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বাফুফে।কোচ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গতকাল সকালের অনুশীলন বাতিল করে বিকেলে ৩টায় করা হয়েছে।গত শুক্রবার প্র্রথম প্রীতি ম্যাচে নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের গোলে নেপালকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় প্রীতি ম্যাচ।আগামী ১৯ নভেম্বর কাতার যাবে বাংলাদেশ। আগামী ৪ ডিসেম্বর সেখানে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের বিপক্ষে খেলবে দল।
এদিকে জেমি ডের গতকালই আবার নতুন করে করোনা পরীক্ষা করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল জানা যায়নি।