প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ১২:৩৩ এএম | অনলাইন সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। আজ সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালের ল্যাব থেকে পাওয়া রিপোর্টে তাদের করোনা নেগেটিভ সনদ দেয়া হয়েছে।
এর আগে রোববারই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেছিলেন, আজ (রোববার) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিব মহোদয়ের। সেজন্য তাদের করোনা পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেয়া হয়। শনিবার রাতে দু’জনেরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পুনরায় নিশ্চিত হওয়ার জন্য দু’জনের নমুনা পুলিশ হাসপাতালে দেয়া হয়েছে। তবে দু’জনের মধ্যে কোনো লক্ষণ বা উপসর্গ নেই বলে জানান তিনি।
প্রথমবার নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় আপনার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, অনেকটা এ রকমই।
বর্তমানে স্থাস্থ্যের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসকরা বলতে পারবেন। বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।