সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পাবনায় জমি নিয়ে বিরোধে দু’পক্ষের গোলাগুলি, আহত ১৫
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২০, ৯:২৪ পিএম | অনলাইন সংস্করণ

জমির সীমানা নিয়ে বিরোধে পাবনার সাঁথিয়া উপজেলার আফড়া গ্রামে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে ১ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।

রোববার দুপুর থেকে শুরু করে দফায় দফায় এ সংঘর্ষ বিকেল পর্যন্ত চলে।

আহতরা হলেন- কাজী লাল পক্ষের আহতরা হলেন কাজী লাল, আরিফ (গুলিবিদ্ধ), জমিন ও তোফাজ্জল হোসেন। নেকবার আলীর পক্ষের বেলাল, জলিল, রহমান, ওসমান, সুরাই, ইমদাদুল, নেকবার, আলিমুদ্দিন, নজরুল, আলতাব, মাইদুল, জাহাঙ্গীর, সোহেল, আবুল, একরাম, রেহেনা।

আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েকজন স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের আফড়া গ্রামের নেকবার ও কাজী লাল পক্ষের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে শুক্রবার নেকবার পক্ষের এমদাদুল হক আফড়া-মঙ্গল গ্রামের মাঠে জমি চাষ করতে যান। সেখানে জমির আইল (সীমানা নিয়ে কাজী লাল পক্ষের কালু মেম্বরের সাথে এমদাদুল হকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এমদাদুলকে প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করে মাঠছাড়া করেন।

এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে শনিবার পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে রোববার দুপুরে নেকবার পক্ষের লোকজন একত্র হয়ে মাঠে যান। এ খবর পেয়ে কাজী লাল পক্ষের লোকজনও সংগঠিত হয়ে মাঠে যান। এতে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। এ সময় বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনাও ঘটে।

সংঘর্ষের একপর্যায়ে নেকবার পক্ষের লোকজনের পিছু হটে যায়। এ সুযোগে কাজী লালের লোকজন প্রতিপক্ষের লোকজনের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালান। এ সময় হামলাকারীরা কমপক্ষে ৫/৬টি বাড়িতে ভাংচুর ও লুটপাট করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হামলাকারীরা বেলাল, জলিল, সোবহান, আয়ুব আলী, ইসলাম, আজিত, মোহাম্মদ আলীর বাড়ি ভাংচুর করে।

নেকবার পক্ষের বেলালের স্ত্রী সাথী খাতুন জানান, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও ঘরের আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান রোববার সন্ধ্যায় জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে দু’দফায় পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে কাজী লাল পক্ষের কালু মেম্বার ও নেকবারের পক্ষের বেলালকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও ওসি জানান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]