প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২০, ৮:২৭ পিএম | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর দশমিনা উপজেলার কাটাখালী কমিউনিটি ক্লিনিকের ভবন পরিত্যাক্ত হওয়ায় ক্লিনিকের কার্যক্রম বন্ধ হয়ে আছে। এতে ওই এলাকার প্রায় ১০ হাজার মানুষ প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সংশ্লিষ্ট ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, দশমিনা উপজেলার কাটাখালী কমিউনিটি ক্লিনিক ভবনটি ২০০০ সালে কাবিখা প্রকল্পের আওতায় নির্মিত হয়। এরপর দীর্ঘ বছর ক্লিনিকের কার্যক্রম বন্ধ থাকায় ভবনটির জানালা, দড়জা ভেঙে ছাদের পলেস্তারা খসে পড়ে বিভিন্ন স্থানে ভয়ারহ ফাটলের সৃষ্টি হয়। এছাড়াও বর্ষা মেীসুসে ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে ওষুধ ও ক্লিনিকের সরঞ্জামাদি নষ্ট হয়ে যায়। ২০১৭ সালে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ভবনটি ঝুকিপূর্ন হিসেবে পরিত্যাক্ত ঘোষনা করেন।
ভবনটি পরিত্যাক্ত ঘোষনার পর একাধিকবার ছাদ ভেঙে পড়ায় ভবনটি ঝুকিপূর্ন সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে কিছুদিন পাশের একটি বাড়িতে ক্লিনিকের কার্যক্রম কোনরকম চালিয়ে রাখা গেলেও বর্তমানে ক্লিনিকের কার্যক্রম বন্ধ হয়ে আছে। বর্তমানে ওই ক্লিনিকের কার্যক্রম বন্ধ থাকায়,কাটাখালী,গোলখালী, পূর্বলক্ষীপুর এবং হাজির হাটের একাংশের প্রায় ১০ হাজার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
ক্লিনিকের সিএইচসিপি মো: মোজাম্মেল জানান, ভবনটি একবার সংস্কার করা হলেও কিছুদিন পর আবারো ভবনের ছাদ ধসে পড়ায় অল্পের জন্য প্রানে বেঁচে গেছি আমরা। ক্লিনিকের সভাপতি স্থানীয় ইউপি সদস্য বেল্লাল হোসেন জানান, ক্লিনিকের পাশের একটি বাড়িতে কার্যক্রম চলমান রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, ক্লিনিকের ভবনের ছাদ ভেঙে পড়ায় ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করে বর্তমানে ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে। তিনি জানান, এব্যাপারে হেলথ ইঞ্জিনিয়ারিং ডির্পাটমেন্টকে লিখিত চিঠি পাঠিয়েছি॥