প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২০, ৮:২৫ পিএম | অনলাইন সংস্করণ
আলোচনা সভা, গণকবরে পুষ্পস্তপক অর্পন ও দোয়ামাহফিলএর মধ্য দিয়ে বরগুনায় ঘুর্ণিঝড় সিডর দিবস পালন করা হয়েছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকারি ঘুর্ণিঝড় সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় বরগুনাসহ উপকূলবাসির জীবনধারা।
রোববার সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব চত্বর থেকে গাড়িতে করে গর্জনবুনিয়া গণকবরে পুষ্পস্তপক অপর্ণ করে জেলা প্রশাসন। এসময় প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিভিষিকাময় ঘুর্ণিঝড় সিডরে নিহতদের সমাধিস্থলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব দাসের সভাপতিত্বে আলোচনা করেন বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জালাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু প্রমুখ। আলোচনা সভাশেষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে জেলা প্রশাসনের পক্ষ সিডরে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ নিজামউদ্দিন।
উল্লেখ্য, ২০০৭ সালের এই দিনে ঘূর্নিঝড় সিডর আঘাত হানে বরগুনাসহ এই উপকূলে। মাত্র আধাঘন্টার তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় উপকুল। প্রবল তোড়ে বেরীবাঁধ উপচে এবং ভেঙে পানি ঢুকে চেনা জনপদ মুহুর্তে পরিণত হয় অচেনা এক ধ্বংসস্তুপে। সরকারী হিসেব অনুযায়ী বরগুনায় ১ হাজার ৩৪৫ জন মানুষের লাশ উদ্ধার করা হয়েছিল। এখনও নিখোঁজ রয়েছে ১শ’ ৫৬ জন। তবে বে-সরকারী হিসেবে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার এবং আহতের সংখ্যা ২৮ হাজার ৫০ জন।