প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২০, ৮:২৩ পিএম | অনলাইন সংস্করণ
ঝিকরগাছায় টিউবওয়েলের পানিপাণ করে মহিলাসহ চার শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামে। পূর্বশত্রুতার জের ধরে এই নাশকতার ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগীদের ধারণা।
অসুস্থ শ্রমিকরা হলেন, ইটভাটা শ্রমিক রাশিদা বেগম (৩০), সাবানা (২৫), সাজেদা (৩০) ও ফজলুর রহমান (৩৫) এদের সকলের বাড়ি বেনেয়ালী বাজার গ্রামে। এদের মধ্যে রাশিদা বেগম যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। এরা সবাই বাড়ির পার্শ্ববর্তী শাপলা ব্রিক্সে শ্রমিকের কাজ করেন। অভিযোগে প্রকাশ একই গ্রামের জনৈক আবুল কাশেমের সরকারি বরাদ্দের ওই টিউবওয়েলের পানিতে কে বা কারা বিষ জাতীয় পদার্থ মিশিয়ে দেয়। ফলে এই চার শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
আবুল কাশেমের দাবি সকরারি বরাদ্দের এই টিউবওয়েলটি পাওয়ার পর থেকে প্রতিবেশীদের কেউ কেউ আমার উপর নাখোশ ছিলো। এর জের ধরে প্রতিহিংসার বশে কেউ এমন জঘন্য কাজ করতে পারে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার বলেন, উক্ত বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই আমি এলাকার মানুষের জন্য সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।