প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২০, ৪:৫১ পিএম আপডেট: ১৫.১১.২০২০ ৫:১১ পিএম | প্রিন্ট সংস্করণ
পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও মিশিগানে ভোটে কারচুপির অভিযোগে রিপাবলিকানদের করা মামলা খারিজ হয়ে গিয়েছে আদালতে। তা সত্ত্বেও সরাসরি পরাজয় স্বীকার করছেন না আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধোঁয়াশা রেখে শুক্রবার শুধু বললেন, ‘সময়ই শেষ কথা বলবে।’দিন দুয়েক আগে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বলেছিলেন, ‘জানুয়ারির ২০ তারিখে ক্ষমতা হস্তান্তর হবে দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের হাতে।’ ফলাফল যে তিনি মেনে নেননি তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছিলেন পম্পেও।
ফলাফল ঘোষণার এক সপ্তাহ পর এদিন হোয়াইট হাউসের রোজ গার্ডেনে কোভিড টিকা নিয়ে কথা বলার ফাঁকে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে ট্রাম্প কিন্তু পম্পেও’র মতো বলিষ্ঠভাবে কিছু বলেননি। বরং কিছুটা ধোঁয়াশা করেই যেন বুঝিয়ে দিতে চেয়েছেন সময় হয়ে এল! তিনি বলেছেন, ‘যাই হোক ভবিষ্যতে আমি আশাবাদী। কে জানে কার প্রশাসন আসছে, সময়ই শেষ কথা বলবে।’
এবারের ভোটে তাঁকে যাঁরা সমর্থন করেছেন এবং পরে যাঁরা তাঁর ‘ভোট কারচুপি’র অভিযোগে সায় দিয়েছেন, এদিন টুইট করেও ট্রাম্প তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ট্রাম্প জানিয়েছেন, শনিবার ওয়াশিংটনে তাঁর সমর্থনে যে সমাবেশ হওয়ার কথা সেখান দিয়ে যাওয়ার পথে তিনি থামবেন কিছুক্ষণের জন্য। তাঁর সমর্থকদের শুভেচ্ছা জানাবেন।