শীর্ষ আল কায়েদা নেতা নিহতের খবর ইরানের প্রত্যাখান
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২০, ৪:৫১ পিএম আপডেট: ১৫.১১.২০২০ ৫:১১ পিএম | প্রিন্ট সংস্করণ
তেহরানে ইসরাইলি গোয়েন্দাদের হাতে আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড আব্দুল্লাহ আহমেদ আব্দুল্লাহ নিহত হওয়ার খবরকে প্রত্যাখান করেছে ইরান। গতকাল শনিবার এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের দেশের মাটিতে কোনো আল কায়েদার জঙ্গি ছিল না।১৯৯৮ সালে আফ্রিকায় দুটি মার্কিন দূতাবাসে বোমা হামলার মূলহোতা ছিলেন আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড আব্দুল্লাহ আহমেদ আব্দুল্লাহ। যিনি আব্দুল্লাহ আবু মুহাম্মাদ আল-মাসরি নামেও পরিচিত ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা ইসরাইলি গুপ্তচরদের গুলিতে গত আগস্টে ইরানের রাজধানী তেহরানে আব্দুল্লাহ আহমেদ নিহত হন।নিহত আল-মাসরিকে আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহরির উত্তরসূরী বলে ভাবা হতো।
এই জঙ্গি নেতাকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা রয়েছে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। তবে আল-মাসরিসহ ইরানে অবস্থানরত আরও কয়েকজন আল-কায়েদা নেতাকে বেশ কয়েক বছর ধরে খুঁজছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। এদিকে আল-মাসরির মৃত্যু নিয়ে আলকায়দার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।