শিল্পকলা একাডেমির পরিচালক পদে আফসানা মিমি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২০, ৪:৫১ পিএম | প্রিন্ট সংস্করণ
শিল্পকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পেলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। গত ১১ নভেম্বর তার সঙ্গে এই চুক্তি সম্পাদন হয়েছে। এটি নিশ্চিত করেন মিমি নিজেই। তিনি বলেন, জীবনের বড় একটা অংশ অভিনয়ে পার করেছি। সংস্কৃতিক অঙ্গনের মানুষদেও সঙ্গেই আমার প্রতিদিনের বসবাস। এরমধ্যে আমাকে এমন দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি সেই চেষ্টা অবশ্যই করবো। সেই সঙ্গে সবার সহযোগিতা চাই। এই অভিনেত্রী এখন নতুন বাংলাদেশ টেলিভিশনের নতুন একটি ধারাবাহিকের কাজ নিয়ে ব্যষÍ আছেন। করোনাকালে ১০৪ পর্বের নতুন ধারাবাহিক দিয়ে আবার পরিচালনায় ফিরলেন তিনি। কথাশিল্পী শওকত আলীর উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে এই নাটকের নাম রাখা হয়েছে ‘সায়ংকাল’। নাটকটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন মিমি। এটি তার পরিচালিত ৮ নম্বর ধারাবাহিক। দেশে করোনার প্রকোপের আগে ‘রুম নাম্বার ফোর জিরো ফোর’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করেন মিমি। এদিকে ‘পাপ পূণ্য’ শিরোনামের একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত। নব্বই দশকের বহু বিজ্ঞাপন ও নাটক দিয়ে দর্শক মুগ্ধ করেছেন দেশের নন্দিত এই অভিনেত্রী। মঞ্চ থেকে অভিনয়ে যাত্রা করেন তিনি।