ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ অনিশ্চিত!
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২০, ৪:৪১ পিএম | প্রিন্ট সংস্করণ
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালনা সংস্থা ক্রিকেট দক্ষিণ আফ্র্রিকার (সিএসএ) অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইংল্যান্ড ক্রিকেট দলের সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সিরিজটি নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। কয়েকদিন আগে সিএসএ’র বোর্ড ভেঙে দিয়ে গঠন করা হয় অন্তর্র্বতীকালীন বোর্ড। সেই বোর্ডকে অনুমোদন দেয় প্রাদেশিক ক্রিকেট সংস্থাগুলোর মিলিত সিদ্ধান্ত। কিন্তু দক্ষিণ আফ্রিকার ১৪টি প্রাদেশিক সংস্থা এখনো অন্তর্র্বতীকালীন বোর্ডকে অনুমোদন দেয়নি। আর অনুমোদন না পেলে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হোম সিরিজ স্থগিত হয়ে যেতে পারে। আর চার দিন পরই দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ডের। এ ব্যাপারে সিএসএ’র অন্তর্র্বতীকালীন বোর্ডের চেয়ারম্যান জ্যাক ইয়াকুব বলেন, ‘আমরা এখনো সিরিজ আয়োজনে মুখিয়ে আছি। তবে যদি অনুমোদনের কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে ইংল্যান্ডের সফরও শঙ্কার মুখে পড়ে যাবে।’ দক্ষিণ আফ্রিকা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেনি। বোর্ডের ভঙ্গুর অবস্থা সত্ত্বেও দেশটি একাধিক হোম সিরিজের সূচি চূড়ান্ত করেছে তারা। এর ধারাবাহিকতায় ২৭ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। সফর বাস্তবায়িত হলে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবেন ইয়ন মরগানরা। ২৭ নভেম্বর টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে।