বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মাঠে ঢুকতে পারলেন না নতুন ম্যানেজার
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২০, ৪:৪১ পিএম | প্রিন্ট সংস্করণ

গত শুক্রবার নেপাল- বাংলাদেশ প্রথম ম্যাচেই কোভিড সনদ না থাকায় নতুন ম্যানেজার আমের খান মাঠে ঢুকতে পারেননি। বিষয়টি নিশ্চিত করেছেন আমের নিজেই।ফুুটবলের পরিচিত মুখ আমের খান। দীর্ঘদিন ধরে দেশেরফুুটবলে কাজ করছেন তিনি। এবার কাজী সালাহউদ্দিনের বিপক্ষে প্যানেল হতে বাফুফেতে সদস্য নির্বাচিত হয়েছেন আমের খান। বাফুফে তাকে জাতীয়ফুুটবল দলের ম্যানেজার মনোনীত করেছে। আমন্ত্রণ দেওয়া হলে তিনি দেশের প্রতি দায়িত্ব এড়িয়ে যেতে পারেননি। হঠাৎ করেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দুইটিতে ম্যানেজার থাকবেন এবং সেই সঙ্গে আগামী ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচটি রয়েছে সেটির ম্যানেজার হয়ে দায়িত্ব পালন করবেন তিনি। তবে গত শুক্রবারের ম্যাচে তিনি মাঠে ঢুকতে পারেননি। আমের  গত এক যুগ ধরে ব্রাদার্স ইউনিয়নের ফুটবল দল গঠনের কাজ করে আসছেন । এক সময় ফুুটবল খেলতেন। তাই তৃৃণমূলের ফুুটবলারদের চেনা তার জন্য খুব সহজ।ক্লাব ফুুটবলে কাজ করলেও আমের খানকে ফেডারেশনের কাজে খুব একটা সম্পৃক্ত হতে দেখা যায়নি।ফুটবলে ব্রাদার্সকে অনেক সাফল্য এনে দিয়েছেন আমের খান। ৮৯ হতে ২০০২ পর্যন্ত ফুুটবল খেলেছেন আমের খান। ২০০৩-২০০৪ মৌসুমে প্রথম বার দায়িত্ব হাতে নেন ব্রাদার্সের। সেবারই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় ব্রাদার্স। ২০০৫ মৌসুমেও ব্রাদার্স লিগ চ্যাম্পিয়ন হয়। ২০০৬ সালে তৃতীয় বার চ্যাম্পিয়ন হলে হ্যাট্রিক হতো কিন্তু সে বছরই পেশাদার লিগ শুরু করে বাফুফে।
হাট্রিক শিরোপার  ইতিহাসটি রয়েছে বড় দুই ক্লাবের। ৮৩, ৮৪, ৮৫ সালে আবাহনী এবং ৮৬, ৮৭, ৮৮ সালে মোহামেডান প্রথম বিভাগ লিগ চ্যাম্পিয়ন হয়। ব্রাদার্স সেই রেকর্ডে হয়তো নাম লেখাতে পারত।ব্রাদার্সের দায়িত্ব নিয়ে আমের খান স্বাধীনতা কাপ ট্রফি জিতেছেন, আসামের বরদুলই কাপ পেয়েছেন। ব্রাদার্স জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছে আমেরের নেতৃত্বে।জাতীয় ফুটবল দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রুপু। বছরের পর বছর তার হাতে ছিল দায়িত্ব। এই নিয়ে অনেক বিতর্ক ছড়িয়েছে ফুটবল অঙ্গনে।সম্পর্ক রাখতে পারলে জাতীয় দলে ঢোকা যায়। এজন্য দেশের ফুটবল তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে বার বার হোচট খেয়েছে। এই সব বিতর্ক দেশের ফুটবলকে ক্ষতি করেছে।
আমের খান নতুন দায়িত্ব পেয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো বিতর্কের জন্ম দিতে চান না তিনি। তিনি বলেন, ‘আমাদের মাঝে মধ্যে খেলোয়াড় সিলেকশন নিয়ে কোনো বিতর্ক হবে না। কারণ কোচ টিম সিলেকশন করবেন। এটা আমার কাজ না।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]