প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৯:৫০ পিএম | অনলাইন সংস্করণ
প্রতিবছর আয়কর রিটার্ন দাখিল করে না দেশের অন্তত ৩৬ হাজার কোম্পানি । যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত এক লাখ ৭৬ হাজারের মধ্যে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন–ধারীর ৭০ থেকে ৭৫ হাজার। এর মধ্যে অর্ধেক কোম্পানি প্রতিবছর আয়কর রিটার্ন দাখিল করে।
শনিবার ‘অর্থ আইন ২০২০ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ শীর্ষক অনলাইনভিত্তিক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে কর্মশালায় অংশ নিয়ে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) সদস্য আলমগীর হোসেন।
ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নিবন্ধিত সব প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী বছর অনলাইনে ভ্যাট ও ট্যাক্স রিটার্ন জমা দেওয়া চালু করা সম্ভব হবে। কর্মশালায় অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা করোনাকালে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) টিকিয়ে রাখতে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।