প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৮:২০ পিএম | অনলাইন সংস্করণ
ফেন্সিডিল, ইয়াবা, গাজা ও ১০ মামলার পলাতক আসামি মাদক সম্রাজ্ঞী রেহেনাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি ।
শুক্রবার দিবাগত রাত আড়াইটায় বগুড়া সদর উপজেলার সরকারি আযিযুল হক কলেজ নতুন ভবনের প্রধান গেটের সামনে হইতে, ১০বোতল ফেন্সিডিলসহ মো. জিহাদ হাসান (১৯), বগুড়ার সদর উপজেলার গোকুল পশ্চিম পাড়া গ্রামের মো. তফছের আলীর ছেলেকে গ্রেপ্তার করে।
ডিবির অপর একটি টিম একইদিন দিবাগত রাত পৌনে ৮টায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রাম সংলগ্ন হইতে ১কেজি গাঁজাসহ মো. মিলন মিয়া (২৫), বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মণ্ডলবাড়ির চর গ্রামের মো. হাসান শেখের ছেলেকে গ্রেপ্তার করে।
ডিবি বগুড়ার একটি চৌকস টিম একইদিন দিবাগত পৌনে ৭টায় বগুড়া সদর উপজেলার নামাজগড় মৌজাস্থ ভাষা সৈনিক গাজীউল হক রোডে অভিযান চালিয়ে সুলতানগঞ্জ পাড়াস্থ মালেক ডিজিটাল স্টুডিওর সামনে হইতে ১০২ পিস ইয়াবাসহ ১০ মাদক মামলার পলাতক আসামি মাদক সম্রাজ্ঞী খ্যাত মোছা. রেহেনা বেগম হেনা (৫২) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রেহেনা বগুড়া সদর উপজেলার নামাজগড় (সুলতানগঞ্জ পাড়া), মৃত. নিজাম কোরাইশীর স্ত্রী।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ও সারিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।