প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৮:০৪ পিএম | অনলাইন সংস্করণ
ভারতের রাজস্থানের জয়সলমীরে সশস্ত্র বাহিনীর সেনাদের দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে নাম না উচ্চারণ করে ফের চীনকে হুমকি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, কেউ যদি ভারতের ক্ষমতা পরীক্ষা করতে চায়, তাকে যোগ্য জবাব দেওয়া হবে।
লাদাখ সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর তুমুল সংঘর্ষের পর খুব বেশিদিন অতিবাহিত হয়নি। তারপর একাধিকবার এমন ঘটনা ঘটেছে নেপাল ও পাকিস্তানের সঙ্গে। সর্বশেষ গতকাল (১৩ নভেম্বর) কাশ্মীর সীমান্তে ব্যাপক গোলাগুলি হয় ভারত-পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। এসব হামলার প্রেক্ষিতেই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশেষ করে গতকালের ঘটনার দিকে ইঙ্গিত করে ইসলামাবাদের বিরুদ্ধে হুঙ্কার ছুড়ে দিয়েছেন মোদি। আজ শনিবার রাজস্থানের জয়সালমিরে সেনাদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করতে গিয়ে মোদি বলেন, ‘সাবধান করে দিচ্ছি। সীমান্তে আমাদের শক্তি পরীক্ষা করতে আসবেন। যদি কেউ আসে তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। প্রসঙ্গক্রমে ১৯৭১ সালের কথাও উল্লেখ করেন মোদি।
প্রসঙ্গত, শুক্রবার (১৩ নভেম্বর) ভারতীয় বাহিনীর সঙ্গে কাশ্মীর সীমান্তে তুমুল সংঘর্ষ হয় পাকিস্তানের। এতে দুই পক্ষের অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, গোলাগুলিতে তাদের ৩ সেনা, ১ সীমান্তরক্ষী এবং ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের কর্মকর্তা জানিয়েছেন, তাদের ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এদিকে, সীমান্তে অস্থিরতার মধ্যেই গতকাল নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।ক্ষেপনাস্ত্রটির নাম কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার (কিউআরএসএএম)। ক্ষেপনাস্ত্রটি বহনযোগ্য লাঞ্চার থেকে ছোড়ার উপযোগী। উড়ন্ত যে কোনো লক্ষ্যবস্তুকে দ্রুত চিহ্নিত করে আঘাত করতে সক্ষম এই ক্ষেপনাস্ত্র। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে প্রতিবেশীদের কাছে ‘কঠিন বার্তা’ দিয়ে রাখলেন মোদি।