বগুড়ায় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৮:০৩ পিএম | অনলাইন সংস্করণ
বগুড়ার ফেয়ার ল্যাবরেটরি ইউনানীর গুদামে অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক ওষুধ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার বেলা ১২ টার দিকে শহরের জয়পুরপাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় এসব অবৈধ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা রিয়াজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বেলাল হোসেনের মালিকানাধীন ওষুধের গুদাম খুলে অনুমোদন বিহীন ১৭ রকমের ওষুধের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। তবে কাগজপত্রে মাত্র ৭টি ইউনানী ওষুধ তৈরির অনুমোদন ছিল। অভিযানে গুদাম থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার অবৈধ ও অনুমোদনবিহীণ ওষুধ উদ্ধার হয়। এ ওষুধগুলোর সবই যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ। পরে ওষুধগুলো জয়পুপাড়া থেকে উঠিয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গুড়িয়ে দেওয়া হয়।