শিরোনাম: |
এমন সুখের দিন বাঙালির জীবনে খুব কমই আসে। বিশ^ক্রীড়াঙ্গনে যখন ছোট ছোট দেশেরও জয়ের আনন্দ মেলে তখন বাংলাদেশের ক্ষেত্রে সেটি অধরায় থেকে যায়। ক্রিকেটে জয়ের দেখা মিললেও জাতীয় ফুটবল দলের জয়ের দেখা এতটাই অনিয়মিত যে, কবে কখন সেটি ঘটেছিল তার জন্য কাগজ কলম নিয়ে বসতে হয়। দাগ টানতে হয় ক্যালেন্ডারের পাতায়। প্রতিপক্ষ ভূটান হলেও তার ব্যতিক্রম নেই। সেখানে নেপাল মানে ফিফা র্যাঙ্কংয়ে যারা ১৭ ধাপ এগিয়ে, তাদের বিরুদ্ধে জয় এলে নিশ্চয়ই একটু অন্যরকম ভালোলাগা কাজ করবে। সেই উপলক্ষ্যটিই গতকাল এনে দিলেন জেমি ডের শিষ্যরা। ২০১৫ সালের পর থেকে নেপালের বিপক্ষে জয় ছিল না বাংলাদেশের! সে হিসেবে গতকালের দিনটি বিশেষভাবে লেখা হবে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দিনটি একটু অন্য রকমই বটে! বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত সন্ধ্যায় প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুই অর্ধে একটি করে গোল করেছেন নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেপালের বিপক্ষে আয়োজিত দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানেও এগিয়ে গেল বাংলাদেশ। এই জয়ের পর পুরো দলের জন্য ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে বাফুফে। পরের ম্যাচের আগেই ফুটবলারদের হাতে এই টাকা তুলে দেওয়া হবে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে। মুজিববর্ষ আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ১৭ নভেম্বর।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |