প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ১২:৪৩ পিএম | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের ২৭টি স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এরমধ্যে সাতটি উপজেলা পরিষদ ও ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পাঁচটি পৌরসভার মেয়র পদের প্রার্থী রয়েছেন। গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সাত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন- নওগাঁর রাণীনগর উপেজলায় আব্দুর রউফ, পাবনার ঈশ্বরদীতে নায়েব আলী বিশ্বাস ও বেড়ায় রেজাউল হক, সাতক্ষীরার দেবহাটায় মুজিবর রহমান, যশোরের বাঘারপাড়ায় ভিক্টোরিয়া পারভীন সাথী, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাহাঙ্গীর খান চৌধুরী এবং নোয়াখালীর বেগমগঞ্জে শাহনাজ বেগম। পাঁচটি পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী হচ্ছেন-গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় আবু বক্কর প্রধান, মাদারীপুরের রাজৈরে নাজমা রশীদ, ফরিদপুরের মধুখালীতে খন্দকার মোরশেদ রহমান ও ফরিদপুর পৌরসভায় অমিতাভ বোস এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তফাজ্জল হোসেন।
এছাড়া ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এসএম রেজাউল করিম, বন্দবেড়ে আব্দুল কাদের ও চর শৌলমারীতে কেএম ফজলুল ম-ল, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলীতে আরজেদ আলী, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগরে আব্দুল হান্নান, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উত্তর উলানিয়ায় নূরুল ইসলাম, দক্ষিণ উলানিয়ায় কাজী আব্দুল হালিম, নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়ায় মতিউর রহমান, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালিতে মহসিন হক বেপারী, ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুরে মোহাম্মদ আলী, হবিগঞ্জের সদর উপজেলার রাজিউড়ায় বদরুল করিম দুলাল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে সিএম জয়নাল আবেদীন, কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তরে মোহাম্মদ ইকবাল সরকার এবং রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলিতে সত্য চন্দ্র ত্রিপুরা ও রাঙামাটি সদর উপজেলার মগবানে বিনিময় চাকমা।