অবশেষে চীনের অভিনন্দন পেল বাইডেন
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ১২:৪৩ পিএম | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে বিজয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট জো বাইডেন অভিন্দনের বন্যায় ভাসছেন। কিন্তু জয়ের সপ্তাহ পার হওয়ার পর পেয়েছেন বিশে^র অন্যতম শক্তিধর দেশ চীনের অভিনন্দন। অবশ্য নির্বাচন পরবর্তী সময়ে নানা নাটকীয়তা ও দোলাচলের পরিস্থিতিতে অনেকেই রয়েসয়ে অভিনন্দন পাঠাচ্ছিলেন। এ সময় চীন ছিল একেবারেই নীরব। তাদেও অবস্থান পরিস্কার হচ্ছিল না। অবশেষে সেই নীরবতা ভেঙে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থীকে গতকাল শুক্রবার অভিনন্দন জানালো মাও সে তুঙের দেশ।
স্থানীয় সময় শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই অভিনন্দন জানান বলে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। নির্বাচনে পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ সময় ধরে বেশ বিদ্বেষের সম্পর্ক দেখা যাচ্ছে চীনের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই বলেছেন, তিনি আবার প্রেসিডেন্ট হন- সেটা চায়না চীন। তবে চীনের পক্ষ থেকে একথা অস্বীকার করে আসছে। সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘আমরা আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করি। আমরা প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি।’ গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কয়েকদিন ধরে ভোট গণনার পর বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে ট্রাম্প ভোটের ফল মানতে নারাজ। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আদালতে যাওয়ার কথা বলছেন তিনি।
নির্বাচন বিজয়ী হওয়ার পর থেকেই বিশ্বনেতারা বাইডেনকে অভিনন্দন জানাতে শুরু করেন। কোনও কোনও বিশ্বনেতা আবার অভিনন্দন জানাতে সময়ের অপেক্ষায় রয়েছেন। কী কারণে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে সময় নেওয়া হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য না করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের আইন ও পদ্ধতি ভোটের ফল নির্ধারণ করবে।