বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিতর্কের মুখে চার অভিনেত্রীর বিজ্ঞাপন
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ১২:০৯ পিএম | প্রিন্ট সংস্করণ

উৎসবের মৌসুমে আবারও ঝামেলায় পড়লো ভারতীয় গয়না প্রস্তুতকারী সংস্থা। দূষণমুক্ত দীপাবলি উদযাপনের জন্য বিজ্ঞাপন তৈরি করে হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়তে হল তাদের। এর আগেও হিন্দু-মুসলিম ঐক্য তুলে ধরতে বিজ্ঞাপন তৈরি করে ‘লাভ-জিহাদ’-এর অভিযোগ উঠেছিল এই একই সংস্থার বিরুদ্ধে। কাছের মানুষদের সঙ্গে দূষণমুক্ত দীপাবলি উদযাপন ছিল বিজ্ঞাপনটির মূল বিষয়বস্তু। বলিউড অভিনেত্রী নীনা গুপ্ত, নিমরত কউর, সায়নী গুপ্ত এবং আলায়া এফকে দেখা যায় সংশ্লিষ্ট বিজ্ঞাপনটিতে। ৪ অভিনেত্রীকেই বাজিমুক্ত আলোর উৎসব পালনের কথা বলতে শোনা যাচ্ছে সেখানে। বিজ্ঞাপনে দেখা যায় অভিনেত্রী সায়নী গুপ্ত বলছেন, ‘অনেকদিন পর আমার মায়ের সঙ্গে দেখা হবে। কিন্তু কোনো রকম বাজি পোড়াবো না। কেউ যেন বাজি পুড়িয়ে উৎসব উদযাপন না করে। এই বছর দীপাবলি পালিত হোক অনেক আলো, অনেক হাসি আর ভাল ভাবনা দিয়ে।’ ঠিক সেই সময় ফ্রেমে আসেন পূজা বেদীর কন্যা আলায়া এফ। হাতে প্রদীপ নিয়েই জানান মন ভরে মিষ্টি এবং খাবার খেয়ে পরিবার এবং বন্ধুদের সঙ্গে উৎসবে মেতে উঠবেন তিনি। নীনা জানান সুন্দর করে সেজে আর গয়না পরে আলোর উৎসবে নিজেকে সামিল করবেন তিনি। বাদ পড়েন না নিমরতও। বিজ্ঞাপনের শেষের দিকে বলেন, ‘এই বছর দীপাবলিতে পরিবারের সঙ্গে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি সকলে তাঁর কাছের মানুষের সঙ্গে আলোর উৎসবে মেতে উঠবেন।’ বিজ্ঞাপনটি সামনে আসতেই ওই গয়না প্রস্তুতকারী সংস্থার উপর চটে যান এক শ্রেণির নেটাগরিক। দূষণমুক্ত দীপাবলির উদযাপনের নামে হিন্দু সংস্কৃতি ধ্বংস করার অভিযোগ তোলেন ওই সংস্থার বিরুদ্ধে। নিজেদের পণ্য বিক্রির স্বার্থে হিন্দুদের ভাবাবেগে আঘাত হানার কথা বলে ক্ষোভ উগরে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। টুইটারে আরও একবার ট্রেন্ডিং হয় ওই সংস্থাকে বয়কট করার দাবি জানিয়ে নানান হ্যাশট্যাগ। এর পরেই বিজ্ঞাপনটি তুলে নেয় ওই সংস্থা। একদিকে দূষণমুক্ত দীপাবলির পক্ষে সওয়াল করায় যেমন সংস্থাটিকে বয়কটের ডাক উঠেছে, অন্যদিকে বিজ্ঞাপনটির সমর্থনে সরব হয়েছে নেটাগরিকদের একাংশও। তাদের যুক্তি, বিজ্ঞাপনটি পছন্দ না হলে উচ্চবাচ্য না করে তা এড়িয়ে যাওয়া সমীচিন। এই নিয়ে মাস খানেকের মধ্যে দুটি বিজ্ঞাপন তুলে নিতে বাধ্য হল ওই গয়না প্রস্তুতকারী সংস্থা। এর আগে উৎসবের মৌসুমে মুসলিম বাড়িতে হিন্দু পুত্রবধূর সাধ খাওয়া দেখিয়ে বিপাকে পড়তে হয় সংস্থাটিকে। নেটাগরিকদের একটা বড় অংশ সেই সময় সংস্থাটিকে বয়কটের দাবি জানায়। বিজ্ঞাপনটির বিরুদ্ধে সোচ্চার হয়ে টুইটও করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]