বিয়ের বিষয়ে পরিবারের সিদ্ধান্তই মেনে নেবো
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ১২:০৯ পিএম | প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় অভিনেত্রী আঁচল। লাইট-ক্যামেরার সঙ্গে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। লকডাউন পরবর্তি বড়পর্দার নায়িকাদের মধ্যে তিনিই এখন বেশি ব্যস্ত। এই অভিনেত্রীর হাতে আছে ছয়টি চলচ্চিত্র। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে...ছয় চলচ্চিত্র নিয়ে জানতে চাই?
সম্প্রতি মনতাজুর রহমান আকবরের ‘আয়না’ শিরোনামের ছবিটির শুটিং শেষ করেছি। গেল ৮ই নভেম্বর থেকে এই নির্মাতার ‘কাজের ছেলে’ শিরোনামের আরো একটি চলচ্চিত্রের শুটিং করেছি। সাত মাস পর গেল ১২ই অক্টোবর ইয়াসির আরাফাত জুয়েলের ওয়েব ফিল্ম ‘চিৎকার’ এর মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানলাম। কিছু দিন আগে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছি মিজানুর রহমান লাবুর ‘যমজ ভূতের গল্প’ শিরোনামের একটি ছবিতে। খুব শিগগির যাবে ‘কর্পোরেট’ শিরোনামের ওয়েব ফিল্মে। করোনার আগে সর্বশেষ ‘রাগী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। এটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান।
এই সময়ে ব্যস্ততা কেমন?
মাঝে কিছুদিন বিভিন্ন কারণে আমি কাজ থেকে দূরে ছিলাম। এখন আবার কাজে সরব হয়েছি। ক্যারিয়ারের দিকেই এখন পুরো মনোযোগী। নিয়িমিত শুটিং করছি। সত্যি বলতে, সিনেমাতেই আমার ধ্যান-জ্ঞান। এখানে অন্যরকম ভালো লাগা কাজ করে। এই সময়ে যে ছবিগুলোতে কাজ করছি তার সবকটির চরিত্রে ভিন্নতা আছে। নতুন নতুন চরিত্রে দর্শকের সামনে আসার প্রত্যাশা করছি।
ক্যারিয়ারে শুরুর কথা বলুন?
‘ভুল’ শিরোনামের একটি চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় আসি। পরবর্তীতে ‘বেইলি রোড’, ‘আজব প্রেম’, ‘জটিল প্রেম’সহ বেশ কিছু ছবি দর্শকদের উপহার দিয়েছি।
চলচ্চিত্রের বাইরে কোনো কাজ করছেন?
বেশ আগেই ওয়েব সিরিজ দুনিয়ায় পা রেখেছি। ওয়েব সিরিজে বিশে^র বিভিন্ন দেশের জনপ্রিয় তারকারাও অভিনয় করছেন। আমাদের দেশেও ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়ছে। তাই এই মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
বিয়ে নিয়ে কী ভাবছেন?
এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। এছাড়া বিয়ের বিষয়টা পরিবারের ওপর ছেড়ে দিয়েছি। বিয়ের বিষয়ে পরিবারের সিদ্ধান্তই মেনে নেবো।
চলচ্চিত্রের সুদিন ফেরার জন্য করনীয় কী?
অবশ্যই ভালো ছবি নির্মাণের দিকে মনোযোগ দিতে হবে। মৌলিক ছবি নির্মাণ করতে হবে। শিল্পী-নির্মাতা ও কলাকুশলী সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরী করতে হবে। না হলে চলচ্চিত্রের অবস্থা আমাদের আরো খারাপের দিকে যাবে।