প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ১২:০৮ পিএম | অনলাইন সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের (ইন্দ্রিরারপাড়) নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে ক্ষেতের জমিতে পরিত্যক্ত বৈদ্যুতিক (পিডিবি'র) তারে জড়িয়ে মা-ছেলেসহ সুজন মিয়া নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হন।
এরা হলেন, ঐ গ্রামের আলহাজ্ব সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৫৫), তার ছেলে আজাউল হক (৩০) ও রেখা বেগমের ভাতিজা (দেবরের ছেলে) সুজন মিয়া (১৪)। তারা বাড়ির পাশে ক্ষেতের জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মোখলেছুর রহমান জানান, সন্ধ্যায় বাড়ির পাশের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। কিছুদিন আগে বাঁশের খঁটিতে টানিয়ে নেয়া সংযোগকৃত পিডিবি (ওয়াপদা) তার। এখন পল্লী বিদ্যুতের সংযোগের ফলে আগের পিডিবি'র সংযোগের প্রতি নজরদারী না থাকায় পুরাতন বাঁশের খুঁটির গোড়া পঁচে গিয়ে বৈদ্যুতিক তার মাটিতে পড়ে থাকায় এ দুর্ঘটনার সূত্রপাত ঘটে।
থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) বুলবুল ইসলাম জানান, ঘটনাস্থলে এসআই শামসুল হকের নেতৃত্বে ফোর্স পাঠানো হয়েছে।