প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ১১:৫৬ এএম | প্রিন্ট সংস্করণ
বিপিএলে দলগুলির ভরসার জায়গা জুড়ে থাকেন বিদেশি ক্রিকেটাররা। দেশের সিনিয়র ক্রিকেটারদেরও থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপর তরুণ ও উঠতি ক্রিকেটারদের সুযোগ থাকে সামান্যই। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বিদেশি ক্রিকেটার না থাকায় তাই তরুণদের জন্য বড় সুযোগ বলে মনে করেন বিসিবি পরিচালক, বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও এই টুর্নামেন্টে বেক্সিমকো ঢাকা দলের কোচ খালেদ মাহমুদ।বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক তরুণ ক্রিকেটার। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অনেকে যেমন আছেন এই তালিকায়, আছেন উঠতি আরও বেশ কজন ক্রিকেটার।ড্রাফট শেষে খালেদ মাহমুদ বললেন, এই আসর তরুণদের জন্য হতে পারে নিজেদের মেলে ধরার বড় জায়গা।‘আমি মনে করি, এটি আমাদের জন্য একটি বড় সুযোগ, সব তরুণ ক্রিকেটারের জন্য। বিপিএলে হয়ত আমাদের অনেক ক্রিকেটার নিজের পজিশনে ব্যাট করতে পারে না বা ডেথ ওভারে কিংবা ভালো জায়গায় বোলিং করতে পারে না, যেহেতু বিদেশি ক্রিকেটার অনেক থাকে। টপ অর্ডারে যারা ব্যাট করবে...চার-পাঁচে যারা খেলবে বা ম্যাচ শেষ করবে, তারা কেমন করে, এখানে এসব দেখা যাবে। বোলাররাও এখান থেকে শিখবে নতুন বলে বা ডেথ ওভারে কিভাবে বল করতে হয়। তাদেরকেও মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে বিদেশি ক্রিকেটার নেই। তাদের জন্য এটা বড় সুযোগ।’বিপিএলের বাইরে গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি হয়েছে। এবার বিপিএল অনিশ্চিত, হচ্ছে এই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি। খালেদ মাহমুদের বিশ্বাস, স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এরকম টুর্নামেন্ট নিয়মিত হলে টি-টোয়েন্টির জন্য কার্যকর ক্রিকেটার উঠে আসবে।