করোনা আক্রান্ত হাবিবুল বাশার
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ১১:৫৬ এএম | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার করোনা আক্রান্ত। দুই দিন জ্বরে ভুগেছিলেন তিনি। পরে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। গত বুধবার তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিটিভ হওয়ায় এখন বাসায় আইসোলেশনে রয়েছেন হাবিবুল। এখন জ্বর কিছুটা কমেছে।তবে সাবেক এই ক্রিকেটারের জন্য স্বস্তি, তার পরিবারের সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। হাবিবুল বাশার নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ হওয়ায় গত কয়েক দিন মিরপুর স্টেডিয়ামে আসতে দেখা যায়নি হাবিবুলকে। বাসায় থেকেই বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফটের তালিকা তৈরিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে সহযোগিতা করেছেন তিনি।এদিকে বাংলাদেশের ক্রিকেটে করোনার থাবা অব্যাহত রয়েছে। কয়েক দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যার ফলে মুলতান সুলতানের হয়ে পিএসএলে খেলতে যেতে পারেননি তিনি। পরে টেস্ট অধিনায়ক মুমিনুল হকেরও করোনা ধরা পড়ে। সস্ত্রীক আক্রান্ত হন তিনি।