প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ১০:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন সময়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করা বিএনপির ষড়যন্ত্রেরই অংশ। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে গতকাল (১২ নভেম্বর) বাসে আগুন দেওয়া হয়েছে। দেশকে আবারো পঁচাত্তরের মতো ভয়াবহ পরিস্থিতিতে নিয়ে যেতে দেশের মাটিতে গভীর ষড়যন্ত্র করছে বিএনপি। বার বার জাতির জনকের পরিবার ও দেশকে নিয়ে ষড়যন্ত্র হয় তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১৫৭ তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। শুক্রবার (১৩ নভেম্বর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক গবেষক মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আলী শিকদার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান মাদবার (মজ্ঞু)। দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
মান্নান মাদবার বলেন, আগুন সন্ত্রাস নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয়, ১৯৭৫ এর ১৫ই আগস্ট, ২০০৪ সালের ২১শে আগস্ট এবং ২০১৫ এর জানুয়ারি এই সবগুলো একই সূত্রে গাঁথা এবং এটা সম্পূর্ণ বিএনপির নেতৃত্বে হয়েছিল। আমরা প্রবাসে থাকি এবং আমাদের এই প্রবাসীবান্ধব নেত্রী এবং যে নেতার জন্ম না হলে আমাদের দেশের জন্ম হতোনা, যার জন্ম না হলে আজকে যে ভাষায় আমরা আজ কথা বলছি সেটা সম্ভব হতো না, সেই নেতার ছবি এই আগুন সন্ত্রাসের কারিগর তারেক, যে কখনো বিশ্ববিদ্যালয়ে পা দিতে পারেনি; সে লন্ডন এম্বাসিতে বসে তার নেতৃত্বে কি অপকর্মটানা করা হয়েছে। তারেক জিয়ার নেতৃত্বে এখনো ইউরোপের সহ বিশ্বের অনেক দেশেই তারা ষড়যন্ত্রের পাঁয়তারা করে যাচ্ছে কিভাবে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে নত দেখানোর জন্য। পাঁচ বছর পর ফের আগুন সন্ত্রাসের রাজনীতি। রাজনৈতিক সহিংসতার আগুনে পুড়ল ৯টি যাত্রীবাহী বাস। শুধু আগুনই নয়; সঙ্গে বোমাবাজিও। উপনির্বাচনকে কেন্দ্র করে পূর্ব-পরিকল্পিতভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বাসে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটানো করেছে বিএনপি যা তারা আগেও বহুবার করে এসেছে। ২০১৫ সালের কতগুলো বাস পুড়িয়ে তারা অনেক নিরীহ মানুষদের ক্ষতি করেছে।