প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৮:৩০ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনার মহাশ্মশানে প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দীপালী উৎসব পালিত হয়েছে।
প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে দীপ জ্বেলে দেওয়ার এই রেওয়াজ চলছে বছরের পর বছর ধরে। এবারে করোনা কালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালিত হয়। শুক্রবার সন্ধ্যায় বরগুনা মহাশ্বশান কমিটির সভাপতি পৌর মেয়র শাহাদাত হোসেন প্রদীপ প্রজ্জলন করে এই দীপালী উৎসব উদ্বোধন করেন। এর পরপরই প্রয়াত প্রিয়জন ও পূর্ব পুরুষের সমাধিতে তার স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দেয় আপন জনেরা। সমন্ত শ্বশান ভরেউঠে আলোর রোশনাই।
প্রিয়জনের স্মৃতিতে মোমের আলো জ্বালানো ছাড়াও সমাধিতে তার প্রিয় খাদ্য সহ নানা উপাচার ও ফুল দিয়ে সমাধি সাজিয়ে তোলা হয়। পূর্বপুরুষের স্মৃতিতে করা হয় প্রার্থনা।
শ্মশান ঘুরে দেখা যায়, সমাধিস্থলে দীপ জ্বালিয়ে মৃত ব্যক্তির ছবি ফুল চন্দন দিয়ে সাজিয়ে রাখা হচ্ছে সমাধির ওপর। প্রিয়জনের উদ্দেশ্যে খাবার-দাবারও দেওয়া হয়েছে অনেক সমাধিতে। সেসঙ্গে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ধুপ ও ধুপকাঠি।
বরগুনা আখড়া বাড়ির জিউর মন্দিরের পুরোহিত শ্রী সুমন কুমার ভট্টাচার্জ জানান, প্রতি বছর ভূত চতুর্দশী পূণ্য তিথিতে দিপালী উৎসব হয়ে থাকে। প্রিয়জনের সমাধিতে দীপ জ্বালিয়ে দেওয়ার এই প্রথা বছরের পর বছর থেকে হয়ে আসছে। ঐতিহ্যবাহী এই মহাশ্মশানে সহাস্রাধীক সমাধি স্থাপন করা রয়েছে। যাতে শ্রদ্ধা জানাতে প্রিয় জনদের সমাগম হয়েছে এই শ্মশানে।
দীপালী উপলক্ষে প্রতিবছরের মতো আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। এর পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনী পুরো শ্মশানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিল।