ঝিকরগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন ডা. নাসির উদ্দিন এমপি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৭:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
‘কৃষিই সমৃদ্ধি’- এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসারের কার্যালয়ের কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষকের উন্নয়নে সরকার সর্বদা পরিকল্পিত ভাবে কাজ করে চলেছে। তিনি সুবিধাভোগী কৃষকদের উদ্দেশ্যে বলেন, দেশ ও সরকারের উন্নয়নের অংশিদার হতে পরিকল্পিত চাষাবাদে মনোযোগী হতে হবে। তবেই দেশেরও নিজের কল্যাণ হবে।
তিনি শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশের স্বাগত বক্তব্যে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহবুব আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান আমিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল, সংসদ সদস্যের প্রতিনিধি নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা, যুবলীগ নেতা আনিসুল রহমান মিঠু সহ অন্যান্য উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ ও উপজেলার বিভিন্নপ্রান্ত থেকে আগত কৃষক-কৃষাণীবৃন্দ।