পদ্মাসেতুর সাড়ে পাঁচ কিলোমিটার দৃশ্যমান, বসেছে ৩৭তম স্প্যান
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৪:১৭ পিএম | প্রিন্ট সংস্করণ
প্রতিনিধি, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে আবারও ছয় দিনের মাথায় আরেকটি স্প্যান বসানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ৫৬ মিনিটে মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর খুঁটির ওপর ৩৭তম স্প্যানটি স্থাপন করা বলে পদ্মাসেতু কর্তৃপক্ষের উপ সহাকারী প্রকৌশলী হুমায়ুন কবির। এতে সেতুটি ৫ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হল। গত ৬ নভেম্বর মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর খুঁটির ওপর ১-বি নামের ৩৬তম স্প্যানটি বসানো হয়েছিল। এর আগে অক্টোবর মাসে চারটি স্প্যান বসানো হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দ্বিতল সেতুটির ৪১ স্প্যানের মধ্যে বাকি থাকল আর চারটি স্প্যান। ডিসেম্বরের ১০ তারিখের মধ্যেই এ চারটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। যার দুইটি স্প্যান নভেম্বর মাসেই স্থাপন করার কথা। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় কুমারভোগের কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে যাওয়া হয়। ‘তিয়ান ই’ নামের ভাসমান জাহাজটি ‘২-সি’ নামের স্প্যানটি খুঁটির কাছে পৌঁছে দেওয়ার পর শুরু হয় বসানোর প্রক্রিয়া। বাকি চারটি স্প্যানের মধ্যে ৩৮তম স্প্যান (স্প্যান ১-এ) বসবে ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর খুঁটিতে। ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর খুঁটিতে ৩৯তম স্প্যান (স্প্যান ২-ডি) বসবে, ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর খুঁটিতে ৪০তম স্প্যান (স্প্যান ২-ই) এবং ১০ ডিসেম্বর সর্বশেষ ৪১তম স্প্যান (স্প্যান ২-এফ) ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।