সঠিক সময়ে গ্রাহকদের মাঝে রূপায়ণ সিটি উত্তরা প্রকল্প হস্তান্তর
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৩:১৫ পিএম | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সঠিক সময়ে গ্রাহকদের মাঝে রূপায়ণ সিটি উত্তরা প্রকল্প হস্তান্তরে কর্মকর্তাদের আরো দায়িত্ববান হতে হবে বলে জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল। গত বুধবার ‘আরসিইউ চ্যালেঞ্জার্স মিট’ অনুষ্ঠানে একথা জানান তিনি। রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন ও মাহির আলী খান রাতুল, উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পি জে উল্লাহ এবং রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল। রূপায়ণ সিটি উত্তরার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করায় সেলস এবং মার্কেটিং বিভাগের এই চ্যালেঞ্জার্স মিট প্রোগ্রামে অতিথিদের ফুলেল সংবর্ধনা দেন সেলস এবং মার্কেটিং ডিপার্টেমেন্টের কর্মকর্তারা। চ্যালেঞ্জার্স মিট অনুষ্ঠানে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর বলেন, সফলতার একটি ধাপ আমরা অতিক্রম করেছি। পূর্ণাঙ্গ সফলতার জন্য আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে এবং দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পি জে উল্লাহ সফল বিক্রয় কর্মকর্তাদের বলেন, প্রতিষ্ঠানের প্রতি এবং দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা আরো বেড়ে গেল। আমরা আশাকরি আপনারা এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, রূপায়ণ সিটি উত্তরাকে একটি সফল প্রজেক্ট হিসেবে জাতীর সামনে উপহার দেওয়া এখন আপনাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হয়ে গিয়েছে। এই প্রকল্পের সফলতা বাংলাদেশের আবাসন শিল্পে সিটি প্রকল্পের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিবে।