হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন আজ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৩:১৫ পিএম | প্রিন্ট সংস্করণ
নন্দিত লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন আজ। ১৯৪৮ খ্রিস্টাব্দের আজকের দিনে ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনা মহুকুমার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। রাত ১২টায় কেক কাটার মধ্যদিয়ে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন করে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে আরো জানা যায়, সমাধিতে ফুল দিয়ে আজ শুক্রবার তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। স্বাধীনতার পর পর লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন হুমায়ূন আহমেদ।
‘নন্দিত নরকে’ এবং ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাস দুটি দিয়ে তার যাত্রা শুরু সাহিত্য জগতে। ‘জোছনা ও জননীর গল্প’ নামে মুক্তিযুদ্ধের বড় ক্যানভাসের উপন্যাস রয়েছে এই লেখকের। এটি দিয়েছে তাকে ব্যাপক খ্যাতি। বাংলাদেশের সাহিত্য জগতে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো আগমন ঘটে তার। তাকে বলা হতো কথার জাদুকর। গল্প-উপন্যাস ছাড়াও হুমায়ূন আহমেদ নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও ছিলেন দারুণ জনপ্রিয়। প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ দিয়ে জয় করে নেন সিনেমাপ্রেমীদের মন। ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমাটিও এদেশের সফল সিনেমার একটি। সবশেষ তিনি পরিচালনা করেন ‘ঘেটুপুত্র কমলা’ ছবিটি। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করছে ভার্চুয়াল হুমায়ূন মেলা। করোনা পরিস্থিতির কারণেই এবার এমন আয়োজন করতে হচ্ছে বলে জানা যায় চ্যানেল আই সূত্রে। এ ছাড়া চ্যানেল আই ও বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় থাকছে হুমায়ূন আহমেদকে নিয়ে বিশেষ আয়োজন। ৭২তম জন্মদিনে হুমায়ূন আহমেদ উপস্থিত নেই তার ভক্তদের কাছে। কিন্তু, রয়ে গেছে তার হিমু, মিসির আলী, বাকের ভাই- আরো কতো সৃষ্টি। জোছনার প্রতি ছিলো হুমায়ূন আহমেদের অসম্ভব রকমের ভালোবাসা। শহরের মানুষকে তিনি জোছনার প্রেমে উদ্বুদ্ধ করেন নাটক ও উপন্যাসের মধ্যে দিয়ে। ‘জোছনা বিলাস’ নামে রয়েছে তার উপন্যাস। জোছনা ও বৃষ্টির প্রতি ছিলো তার টান। ‘বৃষ্টি বিলাস’ নামেও তার উপন্যাস রয়েছে। নুহাশপল্লীতে একটি ঘরের নাম তিনি রেখেছিলেন বৃষ্টি বিলাস। ২০১২ সালের ১৯ জুলাই না ফেরার দেশে পাড়ি জামান তিনি। তার মৃত্যুতে বাংলা সাহিত্যে দারুণ শূন্যতা সৃষ্টি হয়।