শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঢাকা-১৮ আসনে বিজয়ী আ.লীগ প্রার্থীর, সিরাজগঞ্জে ভোট প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৩:১৫ পিএম | প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক    দুই আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন ও মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই দুই স্থানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ১৪ শতাংশ ভোটারের উপস্থিতিতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। এদিকে, নেতাকর্মীদের মারধর, এজেন্টদের বের করে দেওয়া, নির্বাচনী এলাকায় ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন প্রত্যাখান করে পুনর্নির্বাচন দাবি করেছেন বিএনপি প্রার্থী মো. সেলিম রেজা।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নৌকা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান জয়লাভ করেন। আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট। রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার থেকে এ ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে লিখিত ফল ঘোষণায় উল্লেখ করেছেন, এ আসনে মোট ভোট পড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। কোনো অবৈধ ভোট ছিল না। এদিকে এ উপনির্বাচন প্রত্যাহার করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছে তারা। ইসি জানিয়েছে, বিএনপি নির্বাচনে অনিয়মের অভিযোগ করলেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখাতে পারেনি। তারা পুনর্নির্বাচনের মতো কোনো অনিয়ম প্রমাণসহ দিতে পারলে তদন্ত সাপেক্ষে ইসি তা বিবেচনা করবে। আওয়ামী-বিএনপি প্রার্থী ছাড়া এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার। ইসির বেসরকারি ফল অনুযায়ী, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ‘মাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক ‘ডাব’ প্রতীক নিয়ে পেয়েছেন ৯১, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৫ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার ‘বাঘ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ ভোট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫,৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে ঢাকা-১৮ আসন গঠিত। এখানে সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডের ২১৭টি কেন্দ্রে মোট ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩। গত ৯ জুলাই সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়েছিল।
 ঢাকা-১৮ উপনির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। একটি কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। রাজধানীতে অন্তত ১০টি স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। সেই সঙ্গে কেন্দ্র দল ও এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে বিএনপি প্রার্থীর অভিযোগ ‘অসত্য’ বলে মন্তব্য করেছেন। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ভোটকেন্দ্রে বিরোধী দলীয় প্রার্থীর এজেন্ট না দেখায় নির্বাচনী ব্যবস্থাপনার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ঢাকার সহকারী  রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, বিকাল ৪টায় ভোট শেষ হয়েছে। এখন ভোট গনণা শেষে ফল জানিয়ে দেয়া হবে। বড় কোনো ধরনের গোলযোগ ছিল না, লিখিত অভিযোগ আসেনি। ইভিএমে ভোট হওয়ায় সব ভালোভাবেই শেষ হয়েছে।’
এদিকে, নেতাকর্মীদের মারধর, এজেন্টদের বের করে দেওয়া, নির্বাচনি এলাকায় ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন প্রত্যাখান করে পুনর্নির্বাচন দাবি করেছেন বিএনপি প্রার্থী মো. সেলিম রেজা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এ দাবি করেন বিএনপি প্রার্থী। লিখিত অভিযোগে বলা হয়, বেশির ভাগ কেন্দ্রে ধানের শীষের প্রতীকের পোলিং এজেন্টরা কেন্দ্র যাওয়ার সময় প্রতিপক্ষের নৌকা সমর্থকরা তাদের এজেন্ট ফরম কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। এমনকি, নেতাকর্মীদের মারধর করে। ধানের শীষের কর্মীরা ভোট দিতে গেলেও ভোট শুরু হওয়ার পর পরই তাদের কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়া হয়। সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারেনি। এটি একটি প্রহসনের নির্বাচন। এ নির্বাচন প্রত্যাখান করে নতুন নির্বাচনের দাবি করেন সেলিম রেজা। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান উপস্থিত ছিলেন।
এদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় সাংবাদিকদের বলেন, ‘কাজিপুরের মাটি আমার দাদা ক্যাপ্টেন মনসুর আলী ও বাবা মোহাম্মদ নাসিম তথা শেখ হাসিনার নৌকার ঘাঁটি। বরাবরই বিএনপির এখানে কোনও অস্তিত্ব নেই। বরাবরের মতো এবারের নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত জেনে তারা ভোট কারচুপির কথা বলছে। ইভিএম-এ ভোট হয়েছে। কারচুপির দোষ দেওয়াটা অবান্তর মাত্র।’ উল্লেখ্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপির মৃত্যু হলে আসনটিতে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে গত ২০০৯ সালে অনুষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে মোহাম্মদ নাসিমের মনোনয়ন বাতিল হলে তার ছেলে তানভীর শাকিল জয় আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। পরের মেয়াদে তার বাবা মোহাম্মদ নাসিম আবার প্রার্থী হলে তিনি আর নির্বাচনে অংশ নেননি। এবার তার বাবার মৃত্যুর পর আসনটিতে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সেলিম রেজা। আসনটিতে আর কেউ নির্বাচনে অংশ নেননি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]