ডেনমার্কের ‘সব মিংক’কে হত্যার পরিকল্পনা
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ১:৩৯ পিএম | প্রিন্ট সংস্করণ
ডেনমার্কে মিংক থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ কারণে দেশটির এক কোটি ৭০ লাখ মিংককে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে ড্যানিশ সরকরা। তবে এ ধরনের পদক্ষেপের কোনো বৈধতা না থাকায় চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটির সরকার। গতবুধবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন বলেছিলেন, দেশের সব মিংকে নির্বাচিতভাবে জবাই করে হত্যা করা হবে। কভিড-১৯-এর একটি মিউটেশন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এই বিষয়টি ভবিষ্যত করোনার ভ্যাকসিনকে বিপদে ফেলতে পারে। এমনটা আশঙ্কা করা হচ্ছে।সাম্প্রতিককালে এই প্রাণীর মধ্যে লক্ষ্য করা গেছে বিশেষ ধরনের জিনগত পরিবর্তন, যার ফলে করোনাভাইরাসে আক্রান্ত মিংক থেকে সংক্রমিত হচ্ছে মানুষ। মিংকের শরীর থেকে পরিবর্তিত রূপের করোনাভাইরাস যখন মানব শরীরে প্রবেশ করে, তখন তা মোকাবেলা করা অনেক ওষুধের পক্ষে কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডেনমার্কের সব খামারকে নির্দেশ দেওয়া হয়েছে মিংক বাছাই করতে। ডেনমার্কের পুলিশ, হোমগার্ডসহ প্রতিরক্ষাবাহিনীর সদস্যরা মিংক বাছাইয়ের কাজে সহায়তা করছে। ডেনমার্কে প্রায় এক কোটি ৭০ লাখ মিংক আছে। মিংকগুলোকে মেরে ফেলতে সরকারের খরচ হবে মোট পাঁচ বিলিয়ন ড্যানিশ ক্রোনার (বাংলাদেশি টাকায় প্রায় ৬৭০০ কোটি)। এছাড়া কর্তৃপক্ষ মিংক পালকদের ক্ষতিপূরণও দেবে বলে জানিয়েছে।