প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ১:৩৯ পিএম | প্রিন্ট সংস্করণ
চীন, পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাখা বক্তব্যে তিনি বলেন, সংগঠনের সব সদস্য দেশেরই পরস্পরের এলাকাগত সংহতি ও সার্বভৌমত্বকে সম্মান করা উচিত। অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলির সঙ্গে ভারতের গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক আছে। সংযোগ বাড়াতে হলে আমাদের পরস্পরের এলাকাগত ঐক্য, সংহতি, সার্বভৌমত্বকে মর্যাদা দিয়েই এগোতে হবে। এটা ভারত বিশ্বাস করে। কিন্তু দুঃখজনক ব্যাপার হল, এসসিও-র অ্যাজেন্ডায় দ্বিপাক্ষিক ইস্যু টেনে আনা হচ্ছে, যা এসসিও-র সনদ ও সাংহাই বোঝাপড়ার পরিপন্থী। খবর টাইমস অব ইন্ডিয়ার। মোদিও কথায়, আমরা সন্ত্রাসবাদ, অবৈধ অস্ত্র চোরাচালান, মাদক ও মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে লড়াই করছি।’ গত মে মাসে পূর্ব লাদাখে ভারত ও চীনের সীমান্ত সংঘাত নিয়ে অচলাবস্থা মাথাচাড়া দেওয়ার পর থেকে প্রথমবারের মত ভার্চুয়ালি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এসসিও মঞ্চে দেখা হয় মোদির। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ছিলেন।নোভেল করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে চলতি বছর ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ ও নিরাপত্তাবিধি বহাল থাকার ফলে এসসিও সামিট ভার্চুয়ালি হচ্ছে। এসসিও সদস্যদেশগুলি হলো- ভারত, রাশিয়া, চীন, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান।