প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ৭:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
সেই দিনটি ছিল বৃহস্পতিবার। ১৯৭০ সালের এ দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে পটুয়াখালীর কলাপাড়াসহ স্থানীয় উপকূলীয় এলাকায় নিহত হয় প্রায় ৫০ হাজার মানুষ। ১০ ফুট উচ্চতার এই জলোচ্ছাসে সেদিন স্রোতের টানে ভেসে যায় কয়েক লাখ মানুষ, গবাদি পশু ও ঘরবাড়ি।
প্রলয়ংকরী সেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষকের ফসলি জমি। লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকার বিস্তীর্ণ জনপদ। ৫০ বছর আগের সেই ভয়াল কলো রাতের কথা মনে পড়লে এখনো শিউরে ওঠে উপকূলীয় এলাকার মানুষ। তাই ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়েছে উপকূলীয় এলাকাবাসী।
'উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি' এই স্লোগানকে সামনে রেখে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পালিত হয় উপকূল দিবস।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরের দিকে কুয়াকাটা প্রেসক্লাবে আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী সাঈদ, প্রভাসক খান এ রজ্জাকসহ আরো অনেকে।
বক্তারা ১৯৭১ সালের ভয়াবহ সাইক্লোন ৫০ বছর পূর্তিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও ঘূর্ণিঝড়ে স্বজন হারানোর স্মৃতিচারণ করেন। এ সময় তারা উপকূল দিবসের দাবি জানান।