বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর পোস্টার-ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ফেলে দুস্কৃতিকারীরা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ৩:১৪ পিএম | অনলাইন সংস্করণ
আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল বুধবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজলুল হক মনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগিয়েছিলেন নেতাকর্মীরা। কিন্তু বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়া আইনত দণ্ডনীয় অপরাধ হলেও রাতের আঁধারে কে বা কারা যেনো ছিঁড়ে ফেলেছে সেই পোস্টারগুলো।
এ নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে সমালোচনা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান।
এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতি চরম অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন তিনি।
সৈয়দ মিজানুর রহমান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, ‘যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গানো পোস্টার কাটা বা ছেড়ার মতো ঘটনা যারা ঘটিয়েছে তারা জাতির পিতাকে অশ্রদ্ধা করেছে, অসম্মান করেছে।’
দুর্বৃত্তদের ধরে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলছে।’