প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ১:৫৩ পিএম | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ইলেকট্রনিক ভোটিং মেশিনে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। করোনা মহামারির মধ্যে আরো দুটি উপনির্বাচনের আগের দিন বুধবার সব নির্বাচনী কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছানো হবে। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি অনুসরণ ও ইভিএমের কারিগরি প্রস্তুতির মধ্যে এ নির্বাচনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। ভোট কেন্দ্র ও নির্বাচনী কার্যক্রমে ব্যবহৃত স্থাপনাগুলো বন্ধ থাকবে। যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন, তারা ছুটির আওতায় থাকবেন। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, ট্রাক ও পিকআপের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ঢাকা-১৮ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত এ আসন সাংসদ সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয়। মোট ভোটার রয়েছে ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। আর ভোটকেন্দ্র আছে ২১৭, ভোটকক্ষ হচ্ছে ১৩৫৩টি। ছয় প্রার্থী : আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মবিবুল্লাহ বাহার।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি এম সাহতাবউদ্দিন বলেন, ‘ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত রয়েছে। ইভিএমসহ নির্বাচনী সামগ্রী বুধবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।’ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৬ প্রার্থী রয়েছে। বিএনপি প্রার্থী ভোটের পরিবেশ নিয়ে বরাবরই অসন্তোষ প্রকাশ করে আসছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ছোটখাটো অভিযোগ তো করেই প্রার্থীরা। প্রচার শেষ করেছেন প্রার্থীরা, আজকে কোনো লিখিত অভিযোগ পাইনি। যখনই কোনো অভিযোগ আসে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটও উৎসবমুখর হবে বলে আশা করি।’