শিরোনাম: |
কলকাতার একটি সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা দিয়ে দুই বাংলার আলোচিত সঙ্গীতশিল্পী নোবেল। অন্যের গানেই বেশি কণ্ঠ মেলান তিনি। তবে নতুন খবর হল- একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। গানটির শিরোনাম ‘অভিনয়’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর করেছেন আহমেদ হুমায়ূন। আজ গানটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এ প্রসঙ্গে নোবেল বলেন, আজ গানটি প্রকাশ হবে। তবে এরমধ্যে আমার বন্ধু-বান্ধব এবং পরিচিত যারা আমার কাছ থেকে গানটি শুনেছেন তারা সবাই প্রশংসা করেছেন। যারা একবার গানটি শুনেছেন তারা আরও কয়েকবার শোনার আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, আমারই অজান্তে যারা গানটি শুনেছেন তারা গানটি গুনগুনিয়েও গাইছেন। তাই গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। কলকাতার ‘সারেগামাপা’ অনুষ্ঠানটির প্রতিযোগিতা চলাকালে নোবেল কলকাতার ‘ভিঞ্চি দা’ সিনেমায় ‘তোমার মনের ভেতর যাই’ ও মৌলিক গান ‘আগুন পাখি’তে কণ্ঠ দেন। পরে তার প্রকাশিত মৌলিক গান ‘তামাশা’ ও ‘ও শ্রাবণ’।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |