শিরোনাম: |
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার পাকিস্তান টেস্ট অধিনায়কত্বও পেলেন বাবর আজম। আজহার আলীকে সরিয়ে বাবরের হাতে টেস্ট দলের দায়িত্বও তুলে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাবর।২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটের অধিনায়কত্ব হারান সরফরাজ আহমেদ। তার পরিবর্তে টেস্ট দলের অধিনায়কত্ব পান আজহার। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর। এবারে আজহারকে সরিয়ে পাকিস্তান টেস্ট দলের ৩৩তম অধিনায়ক হলেন বাবর।নতুন অধিনায়ক হিসেবে বাবরের নাম ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |