বিরাট না থাকায় অস্ট্রেলিয়ার জয় দেখছেন ভন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ১:৩২ পিএম | প্রিন্ট সংস্করণ
সন্তানসম্ভবা স্ত্রী আনুশকার পাশে থাকতে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের পরেই ফিরে আসবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বাকি তিনটি টেস্টে থাকবেন না তিনি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, বিরাট না থাকলে অস্ট্রেলিয়াই এগিয়ে থাকবে আসন্ন টেস্ট সিরিজে।৩২ বছর বয়সী বিরাটকে অ্যাডিলেডে গোলাপি বলে দিনরাতের প্রথম টেস্টের পরেই ফিরে আসার অনুমতি দিয়েছে বিসিসিআই। যে টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। বিরাটের মতো তারকা ব্যাটসম্যান না থাকায় অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার ট্রফি জেতার সুযোগ আরও বাড়বে বলে মনে করছেন অনেকে। তাঁদের মধ্যে ভনও আছেন।টুইটারে মাইকেল ভন লিখেছেন, ‘বিরাট কোহলি তিনটি টেস্টে অস্ট্রেলিয়ায় নেই। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ওর এই সিদ্ধান্তটা একেবারে ঠিক। তবে এর অর্থ হলো, অস্ট্রেলিয়া খুব সহজেই সিরিজটা জিতবে।’ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ২৭ নভেম্বর। বিরাট অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার আগে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।দ্বিতীয় টেস্ট ২৬ ডিসেম্বর শুরু হবে মেলবোর্নে। এর পরে সিডনিতে ৭ জানুয়ারি থেকে তৃতীয় টেস্ট ও চতুর্থ টেস্ট ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে। বিশেষ জৈব সুরক্ষিত বলয়ে সিরিজ হবে।ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, প্রথম টেস্টে অ্যাডিলেডে প্রতিদিন ২৭ হাজার দর্শক থাকতে পারবেন মাঠে। বক্সিং-ডে টেস্টে মেলবোর্নে ২৫ হাজার দর্শক এবং তৃতীয় টেস্টে সিডনিতে ২৩ হাজার দর্শক থাকতে পারবেন। চতুর্থ টেস্টে ব্রিসবেনে ৩০ হাজার দর্শক থাকার অনুমতি দেয়া হয়েছে।