শেখ হাসিনার নেতৃত্বে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ: অধ্যাপক ডা. এম এ আজিজ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১০:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
এটা খুবই উদ্বেগজনক যে, অনেক দিন পার হওয়ার পরও করোনা মহামারিতে মৃত্যুর মিছিল থামছেই না। বরং শীতকালে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার যে আশঙ্কা ছিল তার লক্ষণ ইতিমধ্যেই দেখা গেছে। বাড়ছে মৃত্যু, সংক্রমণ এবং শনাক্তের সংখ্যাও। এ অবস্থায় করোনাভাইরাস থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বাঁচতে হলে স্বাস্থ্য নির্দেশনা মানতে হবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১৫৩ তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। সোমবার (৯ নভেম্বর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, শেরপুর সদরের সেন্ট্রাল কাউন্সিলর, বি এম এ, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফ পি) ডা. শারমিন রহমান অমি, দেশ ফাউন্ডেশন যুক্তরাজ্যের চেয়ারম্যান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহ-উর-রহমান। দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, করোনার প্রথম ঢেউতে সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালোই সফলতা দেখিয়েছে। এর মূলে রয়েছে চিকিৎসক সমাজ ও সরকার। প্রধানমন্ত্রী সার্বিক ব্যবস্থাপনায় করোনা নিয়ন্ত্রণে আমরা সারা বিশ্বে অনেক প্রশংসিত হয়েছি। অনেক আন্তর্জাতিক ফোরামেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক ভূমিকা রেখেছেন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের একক প্রচেষ্টায় আমরা এখন সাফল্যের দ্বারপ্রান্তে এসেছি। সারাবিশ্বেই করোনা এক ভয়াবহ সংকট তৈরি করেছে। এর মধ্যেই অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। ফলে নতুন করে আবারও বিধি-নিষেধ জারি করতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশের প্রশাসন। সর্ববিস্তারী করোনার থাবায় এবার পর্যুদস্ত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনও। মহামারি কোন পর্যায়ে তা সহজেই অনুমেয়। বাংলাদেশে দীর্ঘদিন হয়ে এলেও করোনাভাইরাসের সংক্রমণ তেমন থামছে না। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বরং তুলনামূলকভাবে কমেছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে। সেকেন্ড ওয়েভ মোকাবেলায় আমাদের প্রধানমন্ত্রী অলরেডি কিছু ব্যবস্থা নিয়ে ফেলেছেন। আমরা সম্প্রতি দেখেছি ইউরোপ, আমেরিকায় করোনার দ্বিতীয় ঢেউ ধাপিয়ে বেড়াচ্ছে, সে প্রেক্ষাপটে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে। সে প্রেক্ষাপটে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক আন্তঃকমিটি গঠন করা হয়েছে এই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব রকম প্রস্তুতি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। আমি মনে করি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসকদের সার্বিক ব্যবস্থাপনা মধ্যে সমন্বয় দরকার আছে।