প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ৯:২৮ পিএম | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জে ৮ বছর পূর্বের একটি মাদক মামলায় জসিম উদ্দিন (৩৫) নামে এক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন চাঁদপুর জেলার বাকিলা বাজার পাটোয়ারি বাড়ির আব্দুল মান্নানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি জাসমীন আহমেদ জানান, ২০১২ সালের ২৬ অক্টোবর সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল ট্রাকস্ট্যান্ড থেকে ৩৩১ বোতল ফেনসিডিল ও ৪৮ ক্যান বিদেশি বিয়ারসহ র্যাব-৩ এর হাতে গ্রেফতার হয় জসিম উদ্দিন। এ ঘটনায় র্যাবের দায়ের করা মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
তিনি বলেন, আদালত রায়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের অপরাধে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই আইনের ২২(গ) ধারায় বিদেশি বিয়ার ক্রয়-বিক্রয়ের অপরাধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতের নির্দেশে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।