প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ৮:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ইসলামিক আইন সংস্কারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত । এ পরিপ্রেক্ষিতে দেশটি অবিবাহিত ছেলে-মেয়ে একত্রে বসবাস এবং মদ্যপানের ওপর আরোপিত বিধি-নিষেধ শিথিল করেছে।
গত শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, বিদেশি উদ্যোক্তা এবং বিনিয়োগ আকৃষ্ট করার অংশ হিসেবে ইসলামি আইনি সংস্কার করা হচ্ছে। তবে কবে নাগাদ এসব সংস্কার বাস্তবায়ন হবে তা জানানো হয়নি।
ডব্লিউএএম জানায়, আরব আমিরাতে বসবাসকারী বিদেশিরা নিজেদের জন্য উত্তরাধিকার আইন বেছে নেওয়ারও সুযোগ পাবে। এছাড়া অনার কিলিং এর ঘটনাকে অপরাধের আওতায় নিয়ে এসে, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।