প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ৮:১৯ পিএম | অনলাইন সংস্করণ
আইপিএলের প্রথম আসর থেকে পুরো বিশ্বজুড়েই জুয়া কেলেঙ্কারির নানা ঘটনা ঘটছে। এবার আইপিএলে জুয়াকাণ্ডে ভারসোবা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার রবিন মরিস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে জুয়ায় সম্পৃক্ত থাকার দায়ে তাকে আটক করা হয়েছে। তার সঙ্গে একই অপরাধের দায়ে গ্রেপ্তার হয়েছেন আরও দুই ব্যক্তি।
আইপিএলে মাঠে জমজমাট লড়াই চললেও বিতর্কের শেষ নেই। বিশেষ করে পাতানো খেলা ও জুয়া নিয়ে অভিযোগ বেড়েই চলছে। এবার আইপিএলের জুয়ায় নাম উঠে এসেছে রঞ্জি ট্রফি খেলা মুম্বাইয়ের সাবেক এক ক্রিকেটারের নাম, রবিন মরিস। উড়িষ্যার হয়েও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। খেলেছেন আইসিএলেও। আইপিএল নিয়ে জুয়াড়ি চক্রে জড়িত থাকার অভিযোগে এই মরিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে ৪৪টি প্রথম শ্রেণি ও ৫১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন রবিন। ব্যাট হাতে প্রায় তিন হাজারের কাছাকাছি ও বল হাতে ১২২ উইকেট রয়েছে ৫৪ বছর বয়সী রবিনের নামের পাশে। কখনও জাতীয় দলে সুযোগ হয়নি তার।
চলতি আইপিএল নিয়েও নিয়মিতই নিজের ভারসোবার বাড়িতে জুয়ার আসর চালিয়ে যাচ্ছিলেন রবিন। গোপন খবরের ভিত্তিতে এই ক্রিকেটারের ভারসোবার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে গিয়ে এই ক্রিকেটারের ল্যাপটপ এবং মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সোমবার তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আইপিএল ম্যাচে নিয়মিত বাজি ধরতেন রবিন। যা আইনত নিষিদ্ধ।