প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ৭:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
মাত্র ৫০০ টাকার হিসাব না মেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৮ নভেম্বর) রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী হাফিজুল ইসলাম ও চাচাশ্বশুর নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় টাকার হিসাব না মেলায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার রণচণ্ডী ইউপির উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী হাফিজুল ইসলাম ও চাচা শ্বশুর নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কাঠ ব্যবসায়ী হাফিজুল ইসলাম তার টাকা জমা রাখতো স্ত্রী রিনা বেগমের কাছে। রোববার (০৮ নভেম্বর) রাতে স্ত্রীর কাছে টাকা নিয়ে হিসাবে ৫শ’ টাকার গড়মিল পাওয়ায় ঝগড়া হয় তাদের মধ্যে। একপর্যায়ে স্ত্রীর গলায় দড়ি পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন। স্থানীয়রা এ সময় এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক রিনা বেগমকে মৃত বলে ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রিনার বাবা এনামুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেফতারদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।